নিজস্ব প্রতিনিধি :
শেখ হাসিনা সরকারের পতনের সোনাগাজী পৌরসভা কার্যত অচল হয়ে পড়ায় রাস্তা-ঘাট ময়লা আবর্জনার স্তুপ পড়েছে। সোনাগাজী-দাগনভূঞা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা: ফখরুদ্দিন মানিকের উদ্যোগে সেসব আবর্জনা অপসারণ করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এতে জনমনে স্বস্তি এসেছে।
এছাড়া বন্যায় পানিবাহিত রোগে গ্রামীন মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তাদের চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।
ডা: ফখরুদ্দিন মানিক জানান, জামায়াত-শিবিরের স্থানীয় নেতৃবৃন্দের আপ্রাণ চেষ্টায় সেবামূলক এসব কার্যক্রম অব্যাহত রয়েছে। জামায়াত আমীর ডা: শফিকুর রহমানের নির্দেশনা অনুযায়ী জনকল্যাণমুলক কাজকে।প্রাধান্য দেয়া হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার সোনাগাজী উপজেলার বন্যা পরিস্থিতির খোঁজখবর নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান ও থানার ওসি সুদ্বীপ রায় পলাশের সাথে মতবিনিময় করেন ডা: মানিক এসময় উপজেলা জামায়াতের আমীর মো: মোস্তফা, থানার ওসি (তদন্ত) মাকসুদ আলম, এসআই জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।