দৈনিক ফেনীর সময়

ফেনীতে ১৪৬ মন্ডপে শুরু দূর্গাপূজা

নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে মহাষষ্টীপুজার মধ্য দিয়ে বুধবার থেকে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধমীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। পূজা শুরু হওয়ায় ব্যস্ত সময় পার করছেন পূজারী ও ভক্তরা। পূজামন্ডপগুলোতে প্রতিমা ও মন্দিরে সাজসাজ রব বিরাজ করছে। মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি-জামায়াত নেতাকর্মীরাও পাহারায় রয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্র জানায়, সদর উপজেলায় ৪৭টি, পৌরসভায় ১২টি, ফুলগাজী উপজেলায় ৩৩টি, সোনাগাজী উপজেলায় ২৩টি, দাগনভূঞা উপজেলায় ১৯টি, পরশুরাম উপজেলায় ৭টি ও ছাগলনাইয়া উপজেলায় ৫টি মন্দিরে পূজা উদযাপিত হচ্ছে। পূজাকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলা, উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে উপজেলা পূজা উদযান পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছেন। ইতিমধ্যে পূজামন্ডপগুলোতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হীরা লাল চক্রবর্তী বলেন, এ বছর জেলার ৪৪টি ইউনিয়ন ও ৫ পৌরসভায় ১৪৬ মন্ডপে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। শারদীয় দূগোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জেলা ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিটি পূজা মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন।

তিনি বলেন, দূর্গাপুজাকে গিরে জেলার প্রতিটি মন্ডপে সাজসাজ রব বিরাজ করছে। পূজা উদযাপনের লক্ষ্যে পূজা কমিটির লোকজন সবধরনের প্রস্তুতি সম্পন্ন করে পুজা শুরু করেছে। মন্দির ও আশপাশের এলাকায় নিরাপত্তার স্বার্থে সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে।

জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাকে মন্ডপগুলো পরিদর্শন ও পর্যবেক্ষনের দায়িত্ব দেয়া হয়।

পুলিশ সুপার মো: হাবিবুর রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব যাতে করে সুন্দর ও সুষ্ঠ ভাবে উদযাপন করতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। পূজামন্ডপের নিরাপত্তাসহ যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক সেনাবাহিনী ও পুলিশের বেশ কয়েকটি টহল দলের পাশাপাশি আনসার সদস্যরাও নিয়োজিত রয়েছেন। এছাড়া পূজা মন্ডপগুলো দায়িত্ব পালনকারী পুলিশ ও আনসার সদস্যদেরকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রিফিং করে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বুঝিয়ে দেয়া হয়েছে। পূজায় ১ হাজার ৯৪ জন আনসার সদস্য, ৭শ পুলিশ দায়িত্ব পালন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!