দৈনিক ফেনীর সময়

হাজারী রোডে চারটির অনুমোদন নিয়ে জ্বলছিল ৫৮ চুলা, সংযোগ বিচ্ছিন্ন

হাজারী রোডে চারটির অনুমোদন নিয়ে জ্বলছিল ৫৮ চুলা, সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি:
ফেনী শহরের হাজারী রোডের চারটি বহুতল ভবন। প্রতিটি ভবনে একটি করে চুলা জ্বালাতে বাখরাবাদ গ্যাসের অনুমোদন নেন মালিকরা। অথচ জ্বালানো হয় ১৫ থেকে ১৭টি চুলা। রবিবার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর অভিযানে এ চিত্র বেরিয়ে আসে।

বাখরাবাদ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করা হয়। বাখরাবাদের ফেনী এরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী বাপ্পী শাহরিয়ার অভিযানে নেতৃত্ব দেন। দুবাই টাওয়ারে একটি অনুমোদন নিয়ে ১৬টি লাইন চালানো হচ্ছিল। তৎসংলগ্ন জাকির ভবনেও একই চিত্র। একটির অনুমোদন নিয়ে ১৫ চুলা জ্বালানোর দৃশ্য দেখতে পান বাখরাবাদ কর্মকর্তারা। এছাড়া হারিছ টাওয়ারে একটির অনুমোদন নিয়ে ১৭ চুলা ও মনির উদ্দিন ভূঞার মালিকীয় ভবনে একটির অনুমোদন নিয়ে ৬টি চুলা জ্বালানো হয়। অভিযানে সহকারি প্রকৌশলী মিলন হোসেন ও টেকনেশিয়ান মো: জাহিদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বাখরাবাদ কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে কতিপয় ঠিকাদার এসব অবৈধ গ্যাস সংযোগ দেন। প্রতি সংযোগের বিনিময়ে মাসিক ভিত্তিকে টাকা হাতিয়ে নেন তারা। এসব ঠিকাদারের নাম অনেকে জানলেও পুনরায় সংযোগ পাবার আশায় নাম প্রকাশ করতে রাজি হননি স্থানীয়রা।

প্রকৌশলী বাপ্পী শাহরিয়ার জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য এ অভিযান চলছে। অনুমোদনহীন যেসব সংযোগ ব্যবহার করা হচ্ছে, সেগুলো আমরা জানামাত্রই বিচ্ছিন্ন করছি। গতকাল অভিযানকালে অনুমোদনহীন সংযোগ পাওয়ায় চারটি ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!