দৈনিক ফেনীর সময়

অসহায় শিল্পী রানীর পাশে রোটারি ক্লাব অব নোয়াখালী

অসহায় শিল্পী রানীর পাশে রোটারি ক্লাব অব নোয়াখালী

নোয়াখালী প্রতিনিধি :

হার্ট ফুটো হয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন শিল্পী রানী দেবনাথ (৩০) শিল্পী রানী নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের পোদ্দারহাট এলাকার গুরু ঠাকুর বাড়ির মৃত অতীশ চন্দ্র দেবনাথের মেয়ে। চার বোনের মধ্যে শিল্পী রানী সবার ছোট। স্বামী উত্তম কুমার দেবনাথ সামান্য বেতনে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। যা আয় করেন তা দিয়ে এক সন্তান নিয়ে কোনোরকম দিন পার করেন। এই পরিস্থিতাতে অসহায় শিল্পী রানীর পাশে দাঁড়ালো রোটারি ক্লাব অব নোয়াখালী।

শুক্রবার দুপুরে মাইজদী শহরে অস্থায়ী কার্যালয়ে ক্লাবটির সভাপতি পংকজ সাহা নগদ ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা হিসেবে শিল্পী রানীর হাতে তুলে দেন।

রোটারি ক্লাব অব নোয়াখালীর সভাপতি পংকজ সাহা জানান, ২০১৮ সাল থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে রোটারি ক্লাব অব নোয়াখালী। তিনি বলেন, আমরা শিল্পী রানীর পাশে থাকবো।

রোটারি ক্লাব অব নোয়াখালীর চার্টার প্রেসিডেন্ট এডভোকেট খালেদ নাসিরুল্লাহ বলেন, আমরা শিক্ষাবৃত্তি, ঘর করে দেওয়াসহ অসহায় মানুষের পাশে দাঁড়াই। তার অংশ হিসেবে আমরা শিল্পী রানীর পাশে দাঁড়িয়েছি। তার চিকিৎসা শেষেও নিয়মিত ফলোআপ করবো। এসময় রোটারি ক্লাব অব নোয়াখালীর সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন কাজল, মোস্তফা হারুন ভূইয়াসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!