দাগনভূঞা প্রতিনিধি :
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার উত্তর লালপুর চৈতন্য মহাপ্রভুর মন্দির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিন জামায়াতের মজলিসে শূরা সদস্য ও এফবিসিসিআই সদস্য মেজবাহ উদ্দিম সাঈদ।
ইউনিয়ন আমীর মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমীর গাজী ছালেহ উদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি নিতাই চরন দাস। শেষে তৎসংলগ্ন চন্দ্রনাথ পাল বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা। এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশিষ দত্ত তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
মেজবাহ উদ্দিম সাঈদ তার বক্তব্যে বলেন, হিন্দুরা এদেশের নাগরিক। তারা মুসলমানদের পাশাপাশি সমান সুযোগ পাবেন। তাদের নাগরিক সেবায় বাধা দিলে জামায়াত পাশে থাকবে। ৫ আগস্টের পরে ভীতি ছড়ানো হয়েছিল। জামায়াত-শিবির নেতাকর্মীরা পাহারায় থেকে সকল ভীতি কাটিয়ে দিয়েছে।
নিতাই চরন দাস বলেন, গত ১৬ বছর আওয়ামীলীগের আমলে স্বাধীন দেশে পরাধীন ছিলাম। কথা বলার সুযোগ ছিলনা।পরমত সহিষ্ণুতা বলতে কিছু ছিলোনা। মত-দ্বিমত থাকতে পারে। আমরা এখন স্বাধীননভাবে আছি। সকল ভয়ভীতি কেটে গেছে।