নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের মুক্তি দাবীতে আজ বৃহস্পতিবার যুব সমাবেশ করবে যুবদল। বিকাল ৩টায় শহরের ইসলামপুর রোডের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর যুব সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। ১০ সহস্রাধিক নেতাকর্মীর সমাবেশ ঘটাতে চায় সংগঠনটি। সেই লক্ষ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে।
যুবদলের দায়িত্বশীল নেতারা জানান, যুব সমাবেশকে সফল করতে ইতোমধ্যে বেশ কয়েকবার বৈঠক করেছে শীর্ষ নেতারা। জেলার ৫ থানা, ৪৩ ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে চায় তারা। এ সমাবেশে আসার পথে নেতাকর্মীরা বাধার মুখে পড়তে পারে বিষয়টি বিবেচনায় রেখে বাধা ডিঙিয়ে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে। যুবদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের মুক্তি ইস্যুকে কাজে লাগিয়ে বৃহৎ এ কর্মসূচীর ডাক দেয়ায় নেতাকর্মীরাও বেশ উজ্জীবিত। এর ফলে পাড়া-মহল্লা ও গ্রামগঞ্জে তৃণমূল আরো শক্তি পাবে বলে মনে করছেন নেতারা।
দায়িত্বশীল পর্যায়ের একাধিক নেতার মতে, যুব সমাবেশের মাধ্যমে নেতাকর্মীরা দ্বিধাবিভক্তি ভুলে একিভূত হয়ে চলমান সরকার বিরোধী আন্দোলনে বিএনপির ভ্যানগার্ড হিসেবে যুবদল সর্বশক্তি প্রয়োগ করতে পারবে।
জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো: আল ইমরান জানান, যুব সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত করতে ৩০ সদস্যের শৃঙ্খলা উপ-কমিটি গঠন করা হয়েছে। শহর সহ জেলার বিভিন্ন স্থানে নাসির খন্দকারের মুক্তি দাবী সম্বলিত প্লে-কার্ড, ফেস্টুন, পোষ্টার লাগানো হয়েছে।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত জানান, জেলা যুবদলের বর্তমান কমিটির সময়ে যুব সমাবেশ হবে বড় ধরনের কর্মসূচী। এজন্য এই কর্মসূচি সফল করা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তারা। জেলা যুবদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের মুক্তি দাবীতে এ কর্মসূচী আগামীতে সরকার বিরোধী আন্দোলনে নেতাকর্মীদের উৎসাহ যোগাবে।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সুমন জানান, সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে মানুষ স্বোচ্ছার। এজন্য একের পর এক বিভিন্ন মিথ্যা মামলায় যুবদলের নেতাকর্মীদের জড়ানো হচ্ছে। যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, ফেনী জেলা যুবদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার সহ নেতাকর্মীদের কারাগারে আটকে রেখে আন্দোলন দমানো যাবেনা। অবিলম্বে নাসির খন্দকার সহ সকল নেতাকর্মীর মুক্তির দাবী করছি।
জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম জানান, পুলিশ গতকাল রাতে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশী করছে। তাদের পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দেয়া হচ্ছে। সমাবেশে বাধা দেয়ার চেষ্টা হলে নেতাকর্মীরা প্রতিবাদ করবে বলেও তিনি হুঁশিয়ারী দেন।
তিনি আরো জানান, যুব সমাবেশ করার জন্য ট্রাংক রোডের প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুমতি চাওয়া হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না মেলায় শান্তিপূর্ণ প্রতিবাদ করতে ইসলামপুর রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি নেয়া হচ্ছে।
প্রসঙ্গত; গত ৩ মে বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারের সামনে থেকে নাসির উদ্দিন খন্দকারকে গ্রেফতার করা হয়। এরপর তিনি ৮ মামলায় ফেনী জেলা কারাগারে রয়েছেন।