দৈনিক ফেনীর সময়

ফেনী ইউনিভার্সিটি থেকে ছাত্রলীগ নেত্রী স্থায়ী বহিস্কার

ফেনী ইউনিভার্সিটি থেকে ছাত্রলীগ নেত্রী স্থায়ী বহিস্কার

নিজস্ব প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অন্যায়মূলক কর্মকান্ডে অংশগ্রহণ করায় ফেনী ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম থেকে সাদিয়া সুলতানা রাত্রিকে স্থায়ী বহিস্কার করা হয়েছে। ইউনিভার্সিটির ডেপুটি রেজিষ্ট্রার মোহাম্মদ শাহআলম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। রাত্রি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফেনী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ও ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী ছিল।

ইউনিভার্সিট থেকে জানানো হয়, “জুলাই-২০২৪ এ সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেনী ইউনিভার্সিটি কর্তৃক গঠিত তদন্ত কমিটির তদন্তে স্বৈরাচারের দোসর হিসেবে দীর্ঘদিন যাবৎ অন্যায়মূলক কর্মকান্ডে অংশগ্রহণ এবং তার নির্দেশে স্বৈরাচারি সরকারের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন চালানোর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তৎপরিপ্রেক্ষিতে তদন্ত কমিটির সুপারিশ এবং শিক্ষার্থীদের দাবীর পরিপ্রেক্ষিতে ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হলো।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!