নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা জামায়াতের আমীর একেএম শামছুদ্দীনকে মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে পুলিশ।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গত ৮ অক্টোবর ট্রাংক রোডের বড় মসজিদের সামনে জামায়াতের বিক্ষোভ মিছিলে পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার ঘটনায় একেএম শামছুদ্দীন এজাহারভুক্ত আসামী। মঙ্গলবার সকালে শহরের পাঠানবাড়ী রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম জানান, জামায়াত আমীর শামছুদ্দীন সবকটি মামলায় জামিনে রয়েছেন। মঙ্গলবার সকালে মিছিলের প্রায় তিন ঘন্টা পর পুলিশ তাকে পাঠানবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের রায়ের প্রতিবাদে মঙ্গলবার সকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে মিছিল বের হয়ে মহিপালে গিয়ে শেষ হয়। জেলা আমীর এ.কে.এম শামছুদ্দীন মিছিলে নেতৃত্ব দেন।