নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে প্রথমবারের মতো কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রতিষ্ঠানটির জন্য কার্যালয় তৈরি পাচ্ছেন না কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি খুলনা থেকে উপ-মহাপরিদর্শক প্রকৌ: শরীফ আহাম্মেদ আজাদকে ফেনীতে বদলী করা হয়। এরপর তিনি গত রবিবার ঢাকায় সদর দপ্তরে যোগদান করেন। তিনি ইতিমধ্যে ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। তিনি দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় অফিস কক্ষ চেয়ে সহযোগিতা কামনা করেন।
সূত্র আরো জানায়, জেলা পর্যায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পরিচালনায় ১৪টি পদ থাকলেও শুধুমাত্র ৪ জনকে পদায়ন করা হয়েছে। এদের মধ্যে উপ-মহাপরিদর্শক ছাড়া বাকি তিনটি ইন্সপেক্টর পদ। এছাড়া ইন্সপেক্টর, অফিস সহায়ক ও অফিস সহকারি সহ ১০টি পদই শূন্য রয়েছে।
উপ-মহাপরিদর্শক প্রকৌশলী শরীফ আহাম্মেদ আজাদ ফেনীর সময় কে জানান, “জেলা প্রশাসক স্যার অফিস বরাদ্দ দিতে না পারায় বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একপর্যায়ে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে অফিসের জন্য ভাড়া বাসা খোঁজা হচ্ছে।”