সংবাদ বিজ্ঞপ্তি:
শাহীনা রব স্মৃতি পদক ২০২২ পেয়েছেন ফেনীর ছেলে কবি আলাউদ্দিন আদর ।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে দেশগ্রাম এর ইফতার মাহফিল, আলোচনা সভা এবং শাহীনা রব স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য কবি আলাউদ্দিন আদরকে এ পদক প্রদান করা হয়।
দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহ্দী-এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে অংশ নিয়েছিলেন প্রখ্যাত অভিনেতা এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
কবি ও কথাশিল্পী আলাউদ্দিন আদর কবিতা, গল্প, অনুকাব্য, গবেষণাধর্মী বিষয়ে পাঠক সমাদৃত উল্লেখযোগ্য সংখ্যক বই প্রকাশ করেছেন। তার সম্পাদনায় প্রকাশিত হয় ত্রৈমাসিক সময়ের জানালা সাহিত্য সাময়িকী। রচনা করেছেন বেশ কিছু শ্রোতাপ্রিয় গান। পাশাপাশি ‘এসো শিখি’র ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নবীন লেখকদের পরামর্শ দেন আদর। তার কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করে দেশগ্রাম মিডিয়া।