দৈনিক ফেনীর সময়

আ’লীগ নেতা ফারুককে ‘ডামি প্রার্থী’ লেখায় সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানী মামলা দায়ের

আ’লীগ নেতা ফারুককে ‘ডামি প্রার্থী’ লেখায় সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানী মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে সংসদ সদস্য প্রার্থী ফেনী জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আনোয়ারুল করিম ফারুককে ‘ডামি প্রার্থী’লেখায় তিনি আদালতে মানহানীর মামলা দায়ের করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশিকুর রহমানের আদালতে বৃহস্পতিবার ১০ কোটি টাকার মানহানী হয়েছে বলে দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের বিরুদ্ধে অভিযোগটি দাখিল করেন। অভিযোগে পত্রিকাটির প্রধান প্রতিবেদক আরিফ আজমকেও বিবাদী করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যমকর্মী সহ জেলার সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

একইদিন দুপুরে আদালত প্রাঙ্গণে দৈনিক ফেনীর সময় পত্রিকার নিবন্ধন বাতিলের দাবী জানান কয়েকজন আইনজীবী। জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক সৈয়দ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এডভোকেট কামরুল হাসান। সভায় এমপিপ্রার্থী আনোয়ারুল করিম ফারুক ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এম. শাহজাহান সাজু, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন বাহার, দিলীপ কুমার সাহা, আহসান কবির বেঙ্গল, রসিক শেখর ভৌমিক, গাজী তারেক আজিজ প্রমুখ।

বক্তারা দাবী করেন, আনোয়ারুল করিম ফারুক ‘ডামি প্রার্থী’ নন। ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে বাছাইয়ে প্রার্থীতা বাতিল হলেও নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পান তিনি। এনিয়ে বুধবার দৈনিক ফেনীর সময় পত্রিকায় ডামি প্রার্থী হিসেবে সংবাদ প্রকাশ করায় আনোয়ারুল করিম ফারুকের সম্মানহানী হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!