দৈনিক ফেনীর সময়

এসআই আহাদকে টাকা দিয়েও ৫ মামলায় ফাঁসলেন সবজি বিক্রেতা

এসআই আহাদকে টাকা দিয়েও ৫ মামলায় ফাঁসলেন সবজি বিক্রেতা

নিজস্ব প্রতিনিধি :

ফেনী শহরের ট্রাংক রোডের মডেল হাই স্কুল সংলগ্ন জিলানী ট্রান্সপোর্টের সামনে সবজি বিক্রি করেন শহীদ। তার বাড়ি পৌরসভার ১৫নং ওয়ার্ড মধুপুর এলাকায়। ফেনী মডেল থানার এসআই অলি আহাদ দাবীকৃত টাকা নিয়ে গাড়ী পোড়ানো সহ নাশকতার ৫ মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে।

শহীদের বাবা মকবুল আহমদ শনিবার ফেনীর সময় কে জানান, ২৪ এপ্রিল সন্ধ্যায় মডেল হাই স্কুলের পাশে সবজি দোকানে গিয়ে আহাদকে তুলে নেন এসআই অলি আহাদ। ছেলেকে বাঁচাতে আহাদের কথামত ধারদেনা করে টাকা সংগ্রহ করেন। পরদিন সকালে থানায় গিয়ে আহাদের হাতে ১৮ হাজার টাকা তুলে দেন শহীদের স্ত্রী ও স্বজনরা। টাকা পেয়ে ছেড়ে দেয়ার কথা থাকলেও এসআই অলি আহাদের কাছে তাকে ছেড়ে না দেয়ার কারণ জানতে চান স্বজনরা। আর তখন তিনি তাদের শাসিয়ে বলেন- এ টাকা তো রিমান্ড থেকে বাঁচানোর জন্য। জামিন পেতে রবিবার উকিলের জন্য আরো ২০ হাজার টাকা নিয়ে আসতে হবে।

এ ব্যাপারে এসআই অলি আহাদের বক্তব্য জানতে ফোন করা হলে তিনি টাকার প্রসঙ্গ বলামাত্রই ফোন কেটে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!