দৈনিক ফেনীর সময়

কালিদহে বর্ণাঢ্য আয়োজনে চেয়ারম্যান কাপ উদ্বোধন

কালিদহে বর্ণাঢ্য আয়োজনে চেয়ারম্যান কাপ উদ্বোধন

সদর প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্ট’। শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, মোটবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টুর পরিচালনায় টুর্ণামেন্ট আয়োজনে সহযোগিতায় রয়েছে রাজধানীর মাল্টিট্রেড লিমিটেড।

প্রধান অতিথির বক্তব্যে আবু সেলিম মাহমুদ উল হাসান বলেছেন, ‘ইউনিয়ন পর্যায়ে এত সুন্দর আয়োজন করা যায় এখানে না এলে সেটি বোঝা যেতো না। আগামী কিছুদিন এই মাঠে অনেক খেলোয়াড়-দর্শক নিয়ে ফুটবল নিয়ে মাতাল থাকবেন। এসময় কারো মাথায় খারাপ চিন্তা আসবেনা। এর ফলে মাদক থেকে দূরে থাকার উদ্দেশ্য সফল হবে। জেলার ৪৩টি ইউনিয়নে এমন আয়োজন করা উচিত। ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিভল সহ খেলাধুলা মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখে।’

টুর্ণামেন্টের উদ্যোক্তা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম বলেছেন, ‘মাদকমুক্ত কালিদহ ইউনিয়ন গড়তে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। বিভিন্ন এলাকায় সিনিয়র-জুনিয়র ভেদে মারামারি হতো। এখন টুর্ণামেন্ট আয়োজনের মাধ্যমে সবাই ভেদাভেদ ভুলে মাঠে নেমেছে। ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনা অনুযায়ী মাদকমুক্ত গড়ার বাস্তবায়নে কাজ করে যাবো।’

অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর হোসেন দুলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হাদি ওয়াসিম, ইউনিয়ন সাধারণ সম্পাদক দিদারুল আলম সহ জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টে ৯টি ওয়ার্ডের ৯টি দল অংশ নিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!