দৈনিক ফেনীর সময়

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর ৫ প্রবাসীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর ৫ প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। হতাহতদের সবার বাড়ি ফেনী জেলায়। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বাফেলো এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্লাহর ছেলে ইসমাইল হোসেন (৩২), দাগনভূঁঞা উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের রাজু আহমেদ (৩৪), একই উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের মো: মোস্তফা (৪০), সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের দক্ষিন চরমজলিশপুর গ্রামের আবুল হোসেন (৪৫) ও নাদিম হোসেন (১০)। আহতরা হলেন দাগনভূঞা উপজেলার আনিসুল হক ও ঢাকার নাহিদ।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া দুইজন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন এবং একজন আহত হয়েছেন বলে জানান। ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী একজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ হোসেন জানান, দক্ষিণ আফ্রিকার মজলিশপুর গ্রামে দুইজন মারা গেছেন। নিহতদের বাড়ীতে গিয়ে তিনি খোঁজখবর নিয়েছেন বলে সাংবাদিকদের জানান।
নিহত ইসমাইল হোসেনের পিতা শরীয়ত উল্লাহ জানান, আমার ছেলে ইসমাইল হোসেন অবিবাহিত। আগামী দুই মাস পরে দেশে আসলে তাকে বিয়ে করানোর প্রস্তুতি চলছে। সে ১১ বছর সাউথ আফ্রিকায় থাকেন। তিনি আরো বলেন, আমার ছেলেকে হারিয়েছি তবে লাশটি দ্রুত ফেরত চাই।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা প্রবাসী শওকত বিন আশরাফ বলেন, শুক্রবার আনুমানিক সকাল ৯ টার দিকে আনিসুল হক নামের এক প্রবাসী বাংলাদেশীকে এয়ারপোর্টে পৌঁছে দেয়ার পথে কেপটাউনের বাফেলো নামক জায়গায় মালবোঝাই এক লরির সাথে তাদের গাড়ির সংঘর্ষ হয়। সাথে সাথে দুমড়েমুচড়ে যায় তাদের গাড়ি। এতে ঘটনাস্থলে ৫ বাংলাদেশী নিহত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!