দৈনিক ফেনীর সময়

দাগনভূঞার আলামপুরে সমাজকল্যান ফাউন্ডেশনের অফিস উদ্বোধন

দাগনভূঞার আলামপুরে সমাজকল্যান ফাউন্ডেশনের অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :

দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর আলামপুর এলাকায় সমাজকল্যান ফাউন্ডেশনের অফিস উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন প্রধান অতিথি থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিশিষ্ট ব্যাবসায়ী নুর নবী ডিলারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ফেনী সমিতির সাধারন সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, ফাউন্ডেশনের উপদেষ্টা আবদুল গফুর। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি গাজীপুর ধান গবেষনা ইনস্টিটিউটের হিসাবরক্ষন কর্মকর্তা আনোয়ারুল আজিম সেলিম।

ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নুরুল আবছারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য সাহাব উদ্দিন, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম স্বপন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সামছুল হায়দার বাচ্চু, স্থানীয় শাহআলম, সংগঠনের উপদেষ্টা রমজান আলী মামুন, সহ-সভাপতি গোলাম জাকারিয়া ঝন্টু, সদস্য পেয়ার আহম্মদ প্রমুখ। এছাড়া সংগঠনের অর্থ সম্পাদক সাহাব উদ্দিন, সদস্য ইউসুফ বুলু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন তার বক্তব্যে বলেন, এলাকার যেকোন সমস্যা সমাধানে সমাজকল্যাণ ফাউন্ডেশন ভূমিকা রাখবে। এতে এলাকার আর্থসামাজিক উন্নয়ন গতিশীল হবে। এক্ষেত্রে তার পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ফাউন্ডেশনের সভাপতি আনোয়ারুল আজিম সেলিম জানান, আলোকিত সমাজ গড়ার প্রত্যয় শ্লোগানকে সামনে রেখে ২০২০ সালে মহামারি করোনাকালীন সময়ে কয়েকজনের আন্তরিক প্রচেষ্টায় উত্তর আলামপুর সমাজকল্যান ফাউন্ডেশন যাত্রা শুরু করে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এলাকায় দারিদ্র বিমোচন, গরীব-অসহায় দুস্থ মানুষের চিকিৎসা, হতদরিদ্র মেয়েদের বিয়ে সহ নানা জনকল্যানমূলক কাজ করেছে। মানবিক এসব কাজে সমাজের বিত্তবান সহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!