নিজস্ব প্রতিনিধি :
ফুলগাজীতে মাদক মামলায় আবদুল আজিজ (৩৮) নামে এক ব্যক্তিকে ২ বছর ৬ মাস সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রায়ে তাকে ১ হাজার ৫শ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২২ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রবিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো: কায়সার মোশাররফ ইউসুফ রায় প্রদান করেন।
আদালত সুত্র জানায়, ২০০৯ সালের ১৪ নভেম্বর সন্ধ্যায় ফুলগাজী থানা পুলিশ ৯ বোতল রিকোডেক্স ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে। এ ঘটনায় এএসআই মো: আবুল কাশেম বাদি হয়ে ফুলগাজী থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। পরে তিনি নিজেই ওই দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘশুনানী শেষে মামলা দায়েরের ১৩ বছর পর গতকাল এ রায় প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত আবদুল আজিজ ফুলগাজীর সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের আবদুল জলিলের ছেলে। রায় ঘোষনার সময় আজিজ আদালতে উপস্থিত ছিলেন। একই মামলায় জাকির হোসেন নামে অপর আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী দীজেন্দ্র কুমার কংশ বনিক এ রায় প্রদানের সত্যতা নিশ্চিত করেন।