দৈনিক ফেনীর সময়

ফেনীতে কারাতে এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে

ফেনীতে কারাতে এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে
নিজস্ব প্রতিনিধি:
নানা সংকট কাটিয়ে ফেনীতে কারাতে এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে। জেলার কারাতে খেলোয়াডরা জাতীয় পর্যায়ে অংশ রেখে চলেছেন কৃতিত্বপূর্ণ অবদান। শুক্রবার(২৯ জুলাই) ফেনীর খায়রুল আলম পেয়ারু জিমনেসিয়ামে ফেনী ড্রাগন কারাতে একাডেমীর আয়োজনে খেলোযাডদের মাঝে বেল্ট প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে জেলার কারাতে খেলা নিয়ে সম্ভাবনার কথাগুলো বলছিলেন সংগঠকরা।
ফেনী ড্রাগন কারাতে একাডেমীর সমন্বয়কারী এস ইসলাম শুভর সঞ্চালনায়, ফেনী ড্রাগন কারাতে একাডেমীর সাধারণ সম্পাদক, ক্রীড়া সংগঠক ইমন উল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ফেনী জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দির রবিন, বাংলানিউজ২৪.কমের নিজস্ব প্রতিবেদক ও ইয়ুথ জার্নালিস ফোরাম ফেনীর সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম।
এ সময় আরো আরো উপস্থিত ছিলেন, প্রশিক্ষণ মাহফুজ আহমেদ, নজরুল ও মুন্নী আখতার।
ফেনী ড্রাগন কারাতে একাডেমীর সাধারণ সম্পাদক ইমন উল হক বলেন, দুই দিন ব্যাপী ঢাকায়, ‘ইন্টারন্যাশনাল শেইশিন রিউ কারাতে প্রতিযোগিতায়’ অংশ নিয়ে ফেনী ড্রাগন কারাতে একাডেমীর খেলোয়াড়রা স্বর্ণপদক সহ বিভিন্ন পদক অর্জন করে ফেনী জেলার নাম উজ্জ্বল করে। এছাড়াও সাউথ এশিয়ান গেমসসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক খেলায় জেলার কারাতে খেলোয়াড়রা কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!