দৈনিক ফেনীর সময়

ফেনীতে দোস্ত টেক্সটাইল মিল চালু করতে কর্মশালা

ফেনীতে দোস্ত টেক্সটাইল মিল চালু করতে কর্মশালা

নিজস্ব প্রতিনিধি :

দীর্ঘদিন বন্ধ থাকা ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানীরহাট এলাকার দোস্ত মোহাম্মদ টেক্সটাইল মিল চালু করতে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফেনী সার্কিট হাউজে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ টেক্সটাইল মিলস (বিটিএমসি) এর উদ্যোগে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর আয়োজনে কর্মশালায় প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো: জাকির হোসেন। জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের সভাপতিত্বে বিস্তারিত তুলে ধরেন পিপিপি কর্তৃপক্ষের মহাপরিচালক মো: আবুল বাশার। তিনি সরকারের সঙ্গে বেসরকারি বিনিয়োগকারী সম্পৃক্তের সুযোগ-সুবিধার বিষয়টি তুলে ধরেন।

এসময় আরো বক্তব্য রাখেন পিপিপি এর প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন, পরিচালক (বাণিজ্য) হাওলাদার মোহাম্মদ রকিবুল বারী প্রমুখ। ব্যবসায়ীদের মধ্যে আলোচনায় অংশ নেন ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম, বাংলাদেশ কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর সাধারণ সম্পাদক ও জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্ণধার ড. বেলাল উদ্দিন আহমেদ, বিসিক ফেনী এর এজিএম অরবিন্দ দাস, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, মেসার্স সামছুদ্দিন তাওয়াল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাঈন উদ্দিন আহমেদ কামরান, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি ফরিদ উদ্দিন পাঠান ও পরিচালক গোলাম ফারুক বাচ্চু প্রমুখ।

বিটিএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো: জাকির হোসেন বলেন, দোস্ত টেক্সটাইল ২১ দশমিক ৫৫ একর জমির উপর প্রতিষ্ঠিত। সরকারের উদ্যোগে চলতি বছরে দরপত্র আহবান করা হবে। এটি চালু করতে ফেনীর স্থানীয় শিল্পউদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!