দৈনিক ফেনীর সময়

ফেনীতে নানা আয়োজনে আমার কাগজের ২০তম বর্ষপূর্তি পালিত

ফেনীতে নানা আয়োজনে আমার কাগজের ২০তম বর্ষপূর্তি পালিত

নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে দৈনিক আমার কাগজের ২০তম বর্ষপূর্তি র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে শহরের ডা: সাজ্জাদ হোসেন মিলনায়তনে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: রফিক উস সালেহীন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম জাকারিয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ রানা, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা।

আমার কাগজ জেলা প্রতিনিধি আলাউদ্দিনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক মামুনুর রশীদ, আরটিভি প্রতিনিধি আজাদ মালদার, বাংলা ভিশন প্রতিনিধি রফিকুল ইসলাম, দেশ টিভি প্রতিনিধি শেখ ফরিদ আত্তার। এছাড়া দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, বৈশাখী টিভি প্রতিনিধি রাজন দেব নাথ, সাপ্তাহিক ফেনীর প্রত্যায় ভারপ্রাপ্ত সম্পাদক ছিদ্দিক আল মামুন, আজাদ বাণী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন, ব্যবসায়ী মো: মিশু, সমাজ সেবক নুরুল আফসার ভুঁঞা, সমাজ সেবক আবদুল কাদের মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ডা: রফিক উস সালেহীন বলেন, একটি পত্রিকা ২০ বছর ধরে এগিয়ে নিয়ে যাওয়া সহজ বিষয় নয়। আমার কাগজ পত্রিকা জাতীয় হলেও ফেনীর সংবাদগুলো এ পত্রিকায় গুরুত্বের সাথে তুলে ধরেন। আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভুঁইয়া ফেনীর ছেলে হওয়ায় তিনি ফেনীকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়ে থাকেন। জাতীয় পর্যায়ে পত্রিকা প্রকাশ করে ফেনীর উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরেন নিয়মিত একটি বড় সাফল্য বলে আমি মনে করি।

থোয়াই অং প্রু মারমা বলেন, পুলিশ সাংবাদিক একাকার হয়ে কাজ করতে হয়। আমরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছি। পুলিশ যেমন ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তেমনি সাংবাদিকরাও ব্যাপক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। সাংবাদিক এবং পুলিশ সবসময় খুব কাছাকাছি কাজ করার সুযোগ হয়। পুলিশের গায়ে বুলেটপ্রুপ পোশাক ও হেলমেট পরে কাজ করেন আর সাংবাদিক ভাইদের গায়ে শুধু শার্ট। তাই সাংবাদিকদের ঝুঁকি বেশী। আমার কাগজ এগিয়ে যাক এ প্রত্যাশা রইল।

মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, গণমাধ্যমকর্মীরা সবসময় ঝুঁকি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কাজ করেন। ফেনীর কৃতি সন্তান ফজলুল হক ভুঁইয়া রানা সবসময় ইতিবাচক সংবাদ পরিবেশন করেন। ফেনী প্রতিনিধি আলা উদ্দিন পত্রিকাটি ফেনীতে পাঠকদের কাছে পৌঁছে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আমার কাগজ শত বছর বেঁচে থাকুক।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!