দৈনিক ফেনীর সময়

ফেনীতে নানা আয়োজনে পদ্মা জোনের নতুন রোটাবর্ষ বরণ

ফেনীতে নানা আয়োজনে পদ্মা জোনের নতুন রোটাবর্ষ বরণ

নিজস্ব প্রতিনিধি :

সারাবিশ্বের ন্যায় ফেনী শহরেও ১ জুলাই রোটারী বর্ষ ২০২২-২৩ কে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়েছে। রোটারী আন্তর্জাতিক জেলা -৩২৮২ এর পদ্মা জোন (ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর) এর আয়োজনে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকালে র‌্যালী বের হয়। এতে ফেনী শহরের রোটারিয়ান, রোটার‌্যাক্টর ও ইন্টার‌্যাক্টররা অংশগ্রহণ করে।

র‌্যালীটি ডর্ক্টস রিক্রিয়েশন ক্লাবে গিয়ে শেষ হয়।

পূর্বাহ্নে নতুন রোটাবর্ষকে স্মরণ করে রাখতে কুমিল্লা থেকে আসা রোটারীর একটি মশালবাহী গাড়ির র‌্যালীকে জিরো পয়েন্টে  স্থানীয় রোটারী নের্তৃবৃন্দ স্বাগত জানায় এবং চট্টগ্রামের উদ্দেশ্য মোটর র‌্যালীটি পুনরায় যাত্রা শুরু করে।

ডক্টরস রিক্রিয়েশন ক্লাবের ডা: সাজ্জাদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। ইভেন্ট চেয়ার, রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রেসিডেন্ট সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট গভর্ণর এডভোকেট রাশেদ মাযহারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আত্মমানবতার কল্যাণে রোটারীর কর্মকান্ডে প্রশংসা করে রোটারীকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি পৌর মেয়র তার বক্তব্যে রোটারীর যেকোন ভাল কর্মকান্ডকে তিনি সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন মর্মে ঘোষণা দেন। অনুষ্ঠানে অতিথি ফেনীর সন্তান রোটারী-৩২৮২ জেলার প্রাক্তন গভর্ণর ড. বেলাল উদ্দিন আহমদ ও পদ্মা জোনের এরিয়া ডাইরেক্টর পিপি আবু জুবায়ের ভূঞা মুন্না বক্তব্য রাখেন।

উপস্থিত অতিথিদের কেক কাটার মধ্য দিয়ে নতুন রোটাবর্ষের কার্যক্রমের সূচনা ঘোষিত হয়। সেবামূলক কার্যক্রমের অংশ হিসাবে একজন সুবিধাবঞ্চিত কর্মজীবি নারীকে মূলধনী সহায়তা হিসাবে একটি সেলাই মেশিন সরবরাহ করা হয়। এ ছাড়াও চারটি এতিমখানায় এতিম ছাত্রদের খাদ্য সহায়তা হিসাবে চাউল সরবরাহ করা হয়।

রোটারী কার্যক্রম ও আমরা কেন রোটারী করি- এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন এডিশনাল ডিস্ট্রিক্ট ট্রেইনার সিপি আবদুল আউয়াল সবুজ, ডেপুটি ডিস্ট্রিক্ট সেক্রেটারী পিপি সাইদুল মিল্লাত মুক্তা, এডিশনাল জোনাল কো-অর্ডিনেটর পিপি ইঞ্জি: নজরুল ইসলাম, জোনাল সেক্রেটারী পিপি মোহাম্মদ ইলিয়াছ, ডেপুটি গভর্ণর যথাক্রমে পিপি ইঞ্জি: চঞ্চল দে সরকার, পিপি শেফায়েত উল্ল্যা, পিপি মনোয়ার হোসেন সেন্টু ও পিপি হানিফ মজুমদার মিন্টু, ফেনী সেন্ট্রালের পিপি ইকবাল আলম, ডি.আর.আর. (ইলেক্ট) শরীফুল ইসলাম অপু, প্রাক্তন জেলা সচিব রোটার‌্যাক্টর সিপি আরাফাত উল মিল্লাত দীপুল প্রমুখ।

রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রালের স্বাগতিকতায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ফেনী সেন্ট্রালের প্রেসিডেন্ট অমল কান্তি বিশ্বাস স্বাগত বক্তব্য রাখেন। স্থানীয় ক্লাব সমূহের পক্ষে  রোটারী ক্লাব অব ফেনী’র প্রেসিডেন্ট আবুল কাশেম, ফেনী মিড টাউন এর প্রেসিডেন্ট রিপন চন্দ্র দাস, ফেনী সিলিকন ভ্যালী’র প্রেসিডেন্ট কাজী শরিফুল ইসলাম রাশেদ ওফেনী সিটি’র প্রেসিডেন্ট নিজাম উদ্দিন আহমেদতাদের অনুভুতি ব্যক্ত করেন। এরপর স্থানীয় দশটি রোটার‌্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারীদের মধ্যে কলার হ্যান্ডওভারের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!