দৈনিক ফেনীর সময়

ফেনী ইউনিভার্সিটি সিএসই ডিপার্টমেন্টের ওয়েবিনার

ফেনী ইউনিভার্সিটি সিএসই ডিপার্টমেন্টের ওয়েবিনার

অনলাইন ডেস্ক :

ফেনী ইউনিভার্সিটিতে ‘Natural Language Interactions with Data Visualization’ শিরোনামে এক ওয়েবিনারের আয়োজন করেছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। এতে প্রবন্ধ পাঠ করেন কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির স্কুল অব ইনফরমেশন টেকনোলজির সহকারী অধ্যাপক ড. এনামুল হক প্রিন্স।

ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা: এএসএম তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ। বিশেষ অতিথি ছিলেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আরেফিন। সভাপতিত্ব করেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক তায়বুল হক। সেশন পরিচালনা করেন ফেনী ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জেষ্ঠ্য প্রভাষক বুশরাত জাহান। প্রবন্ধ পাঠ শেষে ওয়েবিনারে উপ¯ি’ত শিক্ষার্থী এবং অতিথিরা ড. প্রিন্সকে বিভিন্ন প্রশ্ন করেন। তিনি সেগুলোর জবাব দেন। পরিশেষে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক তায়বুল হক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে ওয়েবিনারের সমাপ্তি টানেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!