দৈনিক ফেনীর সময়

এসএসসি-সমমান পরিক্ষা: ফেনীতে ১ম দিনে ঝরলো ৪৩৩ শিক্ষার্থী

এসএসসি-সমমান পরিক্ষা: ফেনীতে ১ম দিনে ঝরলো ৪৩৩  শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত হয়েছে ৪৩৩ জন শিক্ষার্থী। এর মধ্যে এএসসিতে ২৭২ জন, দাখিলে ১৩৬, এসএসসি ভোকেশনালে ২৩ ও দাখিল ভোকেশনালে ১২জন।বৃহস্পতিবার পরীক্ষার প্রথম দিনে জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এ বছর এসএসসিতে ২০টি কেন্দ্রে ১৮২টি বিদ্যালয় থেকে ১৭ হাজার ৮২৭শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। একইভাবে দাখিলে ৯টি কেন্দ্রে ১০৫টি মাদরাসার ৪ হাজার ৮৪৪ শিক্ষার্থী, এসএসসি ভোকেশনালে ৬টি কেন্দ্রে ১৮টি বিদ্যালয়ের ১ হাজার ১শ ৩ শিক্ষার্থী এবং দাখিল ভোকেশনালের ১টি কেন্দ্রে ১৯পরীক্ষার্থী অংশ নেয়। যাদের মধ্যে ৪৩৩ জন পরীক্ষা দিতে আসেননি।

এসএসসিতে পরীক্ষার্থীদের ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৭৩, ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৩শ ৫২, ফেনী গার্লস ক্যাডেট কলেজ কেন্দ্রে ৫৬, ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮শ ৮৩, শরীষাদী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬শ ১৭, ধলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩শ ৩৪, বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে ৪শ ৩০ শিক্ষার্থী, পরশুরাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৫০, ফুলগাজী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮শ ৫, আলী আজ্জম উচ্চ বিদ্যালয়ে ৫শ ৯৬ শিক্ষার্থী, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৬শ ৪৮, ছালেমা নজির উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শ ২০, সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩শ ৩২, বক্তারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ১শ ৭৬, ভোরবাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে ৪শ ৩২, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫শ ১৬, দাগনভূঞা আতাতুর্ক সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে ৮শ ১৪, সুজাতপুর উচ্চ বিদ্যালয়ে ৬শ ৫০, সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ে ৬শ ৮৯ ও দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ২শ ৮জন।

দাখিলে ফেনী আলীয়া কামিল মাদরাসা কেন্দ্রে ১ হাজার ১শ ৪৪, সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৪শ ৭৭, ছাগলনাইয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৯শ ৮৬, পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৪শ ২২ শিক্ষার্থী, দাগনভূঞা আজিজিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৪শ ৬৫ শিক্ষার্থী, কোরাইশমুন্সি আলীম মাদরাসা কেন্দ্রে ৪শ ৩৩ শিক্ষার্থী, মুন্সিরহাট ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ২শ ৮০, বক্তারমুন্সি ফাজিল ডিগ্রী মাদরাসা কেন্দ্রে ৪শ ১১ ও গোবিন্দপুর ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৪শ ৫ শিক্ষার্থী জন।

এসএসসি ভোকেশনালে ফেনী টেকনিকেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪শ ৯৮, ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শ ৩, পরশুরাম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৬, ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৬, ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শ ৭১ ও সোনাগাজীর মোহাম্মদ ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়ে ২শ ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এছাড়াও দাখিল ভোকেশনালে ফুলগাজীর দক্ষিণ শ্রীপুর ইসকান্দারিয়া সুন্নিয়া মাদরাসা কেন্দ্রে ২১ জন।

জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!