নিজস্ব প্রতিনিধি :
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, ফেনী জেলার বীর মুক্তিযোদ্ধাদের যেকোন প্রয়োজনে পুলিশ সুপারের অফিস ২৪ ঘন্টা খোলা থাকবে। তাঁদের যেকোনো আইনি সহায়তা দিতে পুলিশ দ্রুততার সাথে কাজ করবে। আদালতের আদেশ ছাড়া কেউ যেন গ্রেফতার কিংবা হয়রানী করা না হয় সে বিষয়ে নজর রাখতে হবে।
বুধবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় মুক্তিযোদ্ধাদের মধ্যে সাবেক জেলা কমান্ডার আবদুল মোতালেব, মোস্তফা হোসেন, আবু তাহের, হুমায়ুন শাহরিয়ার, সৈয়দ নাছির উদ্দিন ও পেয়ার আহম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।