দৈনিক ফেনীর সময়

ফেনী পৌরসভার নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

ফেনী পৌরসভার নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

শহর প্রতিনিধি :

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেনী পৌরসভার লোগো সম্বলিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একটি চক্র। যেখানে ৬টি শূন্যপদে আবেদনের জন্য দরখাস্ত আহবান করা হয়। তবে এ বিজ্ঞপ্তির সাথে পৌরসভার কোন সংশ্লিষ্টতা নেই বলে নিশ্চিত করেছেন ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। একটি প্রতারকচক্র এ কাজটি করছে বলে জানিয়েছেন তিনি। নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যায়, ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা (অ: দা:) স্বাক্ষরিত ৬টি শূন্যপদের জন্য আবেদন চাওয়া হয়। যার মধ্যে সহকারী কর আদায়কারী, সহকারী কর নির্ধারক, ইপিআই সুপারভাইজার, হিসাবরক্ষক সহকারী হিসাবরক্ষক ও এমএলএসএস পদে আবেদন চাওয়া হয়। এতে আগ্রহী প্রার্থীদের ৩০মার্চ ২০২৪ এর মধ্যে আবেদন করতে বলা হয় এবং প্রার্থীদের প্রাথমিক যাচাই বাছাই শেষে মেসেজ পাঠানো সাপেক্ষে ব্যাংক ড্রাফট ক্স করতে বলা হয়।

পৌরসভার মেয়র মো: নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, এমন কোন নিয়োগ বিজ্ঞপ্তি ফেনী পৌরসভা থেকে দেওয়া হয়নি। কোন এক প্রতারক চক্র এ কাজটি করেছে। পৌরসভার নিয়োগ বিজ্ঞপ্তি ভ্যারিফাইড ফেইসবুক একাউন্ট ও গণমাধ্যমে প্রকাশিত হয়। এটির সাথে পৌরসভার সংশ্লিষ্টতা নেই। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!