দৈনিক ফেনীর সময়

‘বুধবার থেকে অফিস সকাল ৮টা-৩টা, শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুদিন ছুটি’

‘বুধবার থেকে অফিস সকাল ৮টা-৩টা, শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুদিন ছুটি’

অনলাইন ডেস্কঃ

আগামী বুধবার থেকে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যক্রম সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সপ্তাহে দুইদিন। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমন মৌসুমে কৃষকদের সেচকাজে ১২-১৫ দিন বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। আজকের মন্ত্রিসভার বৈঠকে মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় আইন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, হালকা প্রকৌশল শিল্প উন্নয়ন নীতিমালার অনুমোদন দেয়া হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!