দৈনিক ফেনীর সময়

মুহুরী নদীর পানি বিপদসীমার উপরে

মুহুরী নদীর পানি বিপদসীমার উপরে

সাইদ হোসেন সাহেদ :

ভারতে উজানের বৃষ্টিতে ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর পানি বিপদসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার ভোর রাতে ভারতে উজানের বৃষ্টির ফলে ফুলগাজী বাজারে গার্ডওয়ালের উপর দিয়ে পানি ঢুকে দোকানপাটের মালামাল নষ্ট হচ্ছে। রবিবার বিকাল থেকে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী বাজার অংশ প্লাবিত হয়।

সরেজমিনে দেখা গেছে, ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে ১ ফুট পরিমান পানি। ফুলগাজী ব্রীজের উত্তর পাশ্বে দারুল উলুম মাদরাসার উপর দিয়ে ফেনী-পরশুরাম সড়ক পানিতে থইথই করছে।

মহিলা কলেজ রোডের ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, ড্রেনের মুখ খোলা থাকায় মুহুরী নদীর পানির সাথে বাজারের ময়লা-আবর্জনাও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। পরশুরামের মুহুরী নদীর বাঁধ না ভাঙ্গলে ফুলগাজী বাজার তলিয়ে যাওয়ার আশংকা রয়েছ। প্রতিবছর এভাবে বন্যার পানি এসে আমাদের মত ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছে।

ফেনীস্থ পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী আক্তার হোসেন জানান, রবিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বিপদসীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ২-৩টি জায়গা ঝুঁকিপূর্ণ রয়েছে। এখন পর্যন্ত কোথাও বাঁধ ভাঙ্গেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!