দৈনিক ফেনীর সময়

শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান: র‌্যাফেল ড্র বিজয়ী যারা

শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান: র‌্যাফেল ড্র বিজয়ী যারা

নিজস্ব প্রতিনিধি :

ফেনী শহরের কলেজ রোডের শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতানের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। দোকান মালিক সমিতির সভাপতি মো: তাজুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও লটারি আহবায়ক কমিটি অধ্যাপক জাহির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতানের পরিচালক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম পাটোয়ারী, কাজী লেদারের স্বত্ত্বাধিকারী জামাল উদ্দিন।

লটারি আহবায়ক কমিটি অধ্যাপক জহির উদ্দিন জানান, ড্র অনুষ্ঠানে শান্তনা পুরস্কার হিসেবে ৩০টি স্কুল ব্যাগ দেয়া হয়।

চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব জানান, গত ৩২ বছর শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতানে রোজার মাসে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত রমজানে এ মার্কেটে ৩ লাখ ৭০ হাজার কুপন বিক্রি হয়েছে। এর মধ্যে ৪১ জন বিজয়ী পুরস্কার পেয়েছে।

র‌্যফেল ড্র বিজয়ীরা হলো- প্রথম ৩৬৩৯২৭ ফাতেমা, দ্বিতীয় ২৭৮৩০০ সুমন, তৃতীয় ১০১৯৯৩ জাসেদ, চতুর্থ ৬৩০৭০ আরিফুল, পঞ্চম ১২৪৮৭৫ শাহিনা, ষষ্ঠ ৩৬৬৩৩৫ ইবাইয়া, সপ্তম ১২২৯৭০ ফরিদ, ৮ম ২১৮৭৮২ মো: সায়েম, নবম ১৫০৮৩১ মো: হোসেন, ১০ম ৩৬০৫৭৭ ফাইরুজ, ১১তম ২৫৩৪১৬ আরএম, ১২তম ১৫৬২৬৪ সাজ্জাদ হোসেন, ১৩তম ২৯৯৪৬১ দূর্গা মা, ১৪তম ২৯০৪১৭ লামিয়া, ১৫তম ৭৮০২৭ রিমন সেন, ১৬তম ৮০২২০ নাহিদ, ১৭তম ১৪১৫০৪ মামুন, ১৮তম ১৯৬৪১৪ আনহা, ১৯তম ১৭৩৪৩ সাজ্জাদ, ২০তম ২৮১০৪৪ সজিব, ২১তম ১৪২৯৮৫ আনাত, ২২তম ২৮৪২৬৮ জাহিদ, ২৩তম ২৯৪১৫৪ আরিস, ২৪তম ২২০৭১ ইব্রাহিম, ২৫তম ৫৫৪৫০ সোহেল, ২৬তম ৩৫৬৯৮৬, ২৭তম ১৭৩৬১৩ আরিফুল হক, ২৮তম ৮৪৩১৫ কোরাইবা, ২৯তম ৩৪০৬৬৪ রাজু, ৩০তম ২০৩২৮৪ ইলিয়াছ, ৩১তম ৩৪৮২২২ আরিয়ান, ৩২তম ১০৯৯৮৭ ফরহাদ নোমান, ৩৩তম ২৮১১০ আরিফ, ৩৪তম ১৪১২৯৩ আবরার, ৩৫তম ২৬৫১৪০ সাব্বির, ৩৬তম ১৮৬৪২৪ সা আদ বিন মাহমুদ, ৩৭তম ১০৩১৩৫ জয়িতা সাহা, ৩৮তম ৬৮৫৮০ মুক্তা, ৩৯তম ৭৯৯১ আয়ান, ৪০তম ৩৪৬৪০৯ রিয়াম, ৪১তম ১১৪৩০৫ মাইন উদ্দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!