দৈনিক ফেনীর সময়

শেখ কামালের কাছে আমরা ঋনী-ফেনী জেলা প্রশাসক

শেখ কামালের কাছে আমরা ঋনী-ফেনী জেলা প্রশাসক

রাসেল চৌধুরী:

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেছেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুএ শহিদ ক্যাপ্টেন শেখ কামালের কাছে আমরা ঋনী।তিনি বিভিন্ন ক্ষেএে এদেশে অবদান রেখেছেন।তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক,ক্রীড়া অঙ্গনের উজ্জ্বল নক্ষএ,শিক্ষা অনুরাগী ও সাংস্কৃতিক সংগঠক।একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন।বঙ্গবন্ধুর পুএ হয়েও ছিলোনা কনো অহংকার, সাদামাটা জীবনযাপন করতেন।

জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুএ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার মাহমুদা কুলসুম মনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা.রফিক-উস ছালেহীন,স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ড.মোহাম্মদ মন্জুরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা,ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল,বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন।

শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। গাছের চারা রোপন ও বিতরন করা হয়।শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে জেলার মসজিদ সমূহে পবিএ কোরআন খতম,দোয়া মাহফিল, মন্দির, গীর্জা/প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!