দৈনিক ফেনীর সময়

সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত ৪৯ নয় ৪১

সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত ৪৯ নয় ৪১

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের তথ্য সংশোধন করে নিহতের সংখ্যা ৪১ জনের কথা জানিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষ। চট্টগ্রাম জেলা প্রশাসক ও চমেক হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। প্রশাসন বলছে— আগের ৪৯ জনের তথ্য ভুল ছিল। নিহতের প্রকৃত সংখ্যা ৪১।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান সোমবার (৬ জুন) দুপুরে গণমাধ্যমকে বলেন, ‘কিছু মরদেহ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছিল। সেখানে মরদেহ একবার গণনা করা হয়। ওই মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও গণনা করা হয়। এতে সংখ্যা বেড়ে ৪৯ হয়েছিল।’

তিনি বলেন, ‘পরে সব মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শুরু থেকে এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ পাওয়া গেছে। আগে দেওয়া তথ্যে ভুল ছিল, নিহতের প্রকৃত সংখ্যা ৪১ জন।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান এক ব্রিফিংয়ে বলেন, ‘এখন নতুন কোনো মৃতদেহ এলে তা সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হবে।’

গতকাল রোববার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ও সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী নিহতের সংখ্যা ৪৯ জন জানিয়েছিলেন। প্রশাসনের দেওয়া ওই তথ্য ধরে গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!