দৈনিক ফেনীর সময়

৩ মন্ত্রী করোনায় আক্রান্ত

৩ মন্ত্রী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন মন্ত্রী। তারা হলেন- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এর মধ্যে শিক্ষামন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী দ্বিতীয় দফায় আক্রান্ত হয়েছেন। গত শনিবার করোনা আক্রান্ত হন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ১২ই জুন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনা আক্রান্ত হন। গত বৃহস্পতিবার করোনা নেগেটিভ হলেও শারীরিকভাবে সুস্থ নন আইনমন্ত্রী। আইনমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।  শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম খায়ের জানান, শারীরিকভাবে অসুস্থবোধ করায় শনিবার সকালে করোনা পরীক্ষা করান শিক্ষামন্ত্রী। ওইদিন সন্ধ্যায় পরীক্ষার ফলে কোভিড পজেটিভ আসে। বর্তমানে মন্ত্রী বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে ২০২০ সালের ৭ই ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দীপু মনি। 

করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ সম্পন্ন করেছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গত ১২ই জুন কোভিডের নমুনা পরীক্ষা করালে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। মন্ত্রী বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন। পরিকল্পনামন্ত্রীর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান জানান, এক সপ্তাহ আগে মন্ত্রী করোনা আক্রান্ত হন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন। এদিকে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের করোনা নেগেটিভ আসলেও তিনি শারীরিক জটিলতায় ভুগছেন। তিনিও করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েছিলেন। গত ৯ই জুন করোনা আক্রান্ত হয়েছিলেন মন্ত্রী। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম জানান, বৃহস্পতিবার করোনা নেগেটিভ এসেছে আইনমন্ত্রীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!