fenirshomoy logo black

ফুলগাজী প্রতিনিধি :

ফুলগাজীতে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কাটার উদ্বোধন হয়েছে। আজ মঙ্গলবার সদর ইউনিয়নের নিলক্ষ্মী এলাকায় জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রধান অতিথি থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম, বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) পুষ্পেন্দু বড়ুয়া, কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির শিবলী, ছাত্র প্রতিনিধি ওমর ফারুক, কৃষক প্রতিনিধি ইয়াসিন মাহমুদ মজুমদার প্রমুখ ফুলগাজী সদরের নীলক্ষী ব্লকে ৫০ একর জমির পাকা ধান কর্তন করে কৃষক।

কৃষি বিভাগ সূত্র জানায়, শ্রমিকের মজুরি বৃদ্ধি ও সংকটের কারনে ধান কাটতে অতিরিক্ত খরচ গুনতে হয়। এক্ষেত্রে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কাটা হলে স্বল্প খরচে অতি সহজে ধান ঘরে তোলা সম্ভব। এতে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!