নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আবারো প্রার্থী হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সহ-সভাপতি আমির হোসেন বাহার। তার নেতৃত্বে জাতীয় ক্রীড়া পরিষদে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা-বিভাগীয় ক্লাব সংগঠক সম্মিলিত পরিষদ সমর্থিত প্যানেল ২৪ পদের বিপরীতে ২৭টি ফরম জমা দেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২২ মে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে বৈধ কাউন্সিলর ৯৮ জন। যেখানে জেলা ও বিভাগীয় ফোরাম থেকে আসা ভোটার সংখ্যা ৬৯। আগামী ১৮ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধীতা করছেন জোবায়দুর রহমান রানা। তার নেতৃত্বাধীন প্যানেল ২৪টির মধ্যে ১৮টি পদে মানানয়নপত্র জমা দিয়েছেন।
সাধারণ সম্পাদক প্রার্থী আমির হোসেন বাহার জানান, তার প্যানেল নির্বাচিত হলে অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে শাটলারদের জন্য একটি শক্তিশালী আর্থিক কাঠামো দাঁড় করাতে চান। সেই সাথে ব্যাডমিন্টন লিগ নিয়মিত আয়োজন করতে চান। পাশাপাশি অতীতের মতো আন্তর্জাতিক কোচ, আম্পায়ার সৃষ্টি এবং নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্টও আয়োজন করতে চান ফেনীর এই দক্ষ ক্রীড়া সংগঠক। উদীয়মান শাটলারদের জন্য বিদেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও করতে চান তিনি।