শহর প্রতিনিধি :
ফেনী শহরের সর্বাধুনিক শপিং মল ফেনী গার্ডেন সিটি উদ্বোধন হচ্ছে আজ। সী ভিউ রিসোর্ট এন্ড ডেভেলপার লিমিটেডের তত্ত¡াবধানে নির্মিত দৃষ্টিনন্দন এ শপিং কমপ্লেক্সের উদ্বোধন করবেন সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। এছাড়া জনপ্রতিনিধি, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানাানো হয়েছে।
সী ভিউ রিসোর্ট এন্ড ডেভেলপার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: অহিদ উল্যাহ ভ‚ঁঞা জানান, ৮০ শতাংশ জায়গার উপর চট্টগ্রাম বিভাগের মধ্যে অন্যতম অত্যাধুনিক শপিং কমপ্লেক্স ফেনীর প্রাণকেন্দ্র শহরের কলেজ রোডের ফেনী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স। ১৭ তলা বিশিষ্ট ভবনের ৬ তলা পর্যন্ত মার্কেট, ৭ম তলায় ১২ হাজার ফুটের মসজিদ ও ২৫ হাজার ফুটের কমিউনিটি সেন্টার এবং ৮ম তলা থেকে ১৭তম তলা পর্যন্ত সম্পূর্ণ আবাসিক এপার্টমেন্ট। রয়েছে সু-বিশাল কার পার্কিং, থাকবে কেন্দ্রীয় শীতাতপ ব্যবস্থা। এছাড়া সর্বাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা, নিজস্ব জলধারার মাধ্যমে বিশুদ্ধ পানি প্রবাহ, সিসি ক্যামেরার মাধ্যমে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্ন সুয়ারেজ ব্যবস্থা রয়েছে। ৭০০টি দোকান বিশিষ্ট এ মাকের্টে আরো রয়েছে ৬ষ্ঠ তলা পর্যন্ত আধুনিক স্কেলেটর, ক্যাপসুল লিফ্ট সহ সু-বিশাল কমন স্পেস, শিশুদের বিনোদন কেন্দ্রসহ অন্যান্য সুবিধা রয়েছে।
সী ভিউ রিসোর্ট এন্ড ডেভেলপার লিমিটেডের চেয়ারম্যান বেলায়েত হোসেন বেলাল জানান, ফেনী একটি আধুনিক শহর। ছোট্ট জেলা হলেও এখানে সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। নান্দনিক শহর হিসেবে আরো এক ধাপ এগিয়ে নিতে ফেনীতে সর্ববৃহৎ গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহন করেছি। সেই হিসেবে অত্যন্ত সুদক্ষ ইঞ্জিনিয়ারিং এর নকশার মাধ্যমে দক্ষ কারিগর দ্বারা শপিং কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে।