দৈনিক ফেনীর সময়

ছনুয়ায় প্রতিবন্ধীকে ধর্ষনের জরিমানার টাকা সালিশদারের পকেটে

ছনুয়ায় প্রতিবন্ধীকে ধর্ষনের জরিমানার টাকা সালিশদারের পকেটে

সদর প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের মধ্যম ছনুয়া এলাকায় প্রতিবন্ধীকে ধর্ষনের ঘটনায় ৩০ হাজার টাকা রফাদফা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত এ সালিশি বৈঠক নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

স্থানীয় সূত্র জানায়, মধ্যম ছনুয়া এলাকার মোল্লা বাড়ীর প্রতিবন্ধী নারী (৩২) সোমবার দুপুরে গ্রামে ভিক্ষাবৃত্তি করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একই এলাকার মো: মোস্তফার ছেলে টমটম চালক কবির আহম্মদ (৫০) তাকে রাস্তায় একা পেয়ে জোরপূর্বক তার নতুন বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে এলাকার কয়েকজন ব্যক্তি সহ স্থানীয় মহিলা মেম্বার নুর নাহারকে অবহিত করেন। নুর নাহার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান করিম উল্যাহ বি.কমকে জানালে মঙ্গলবার কবির আহমদকে পরিষদে ডেকে নিয়ে আটকে রাখা হয়। সন্ধ্যায় তিনি এলাকার লোকজনের উপস্থিতিতে শালিসী বৈঠকে কবির আহমদের ৩০ হাজার টাকা জরিমানার রায় দেন। শালিসের সিদ্ধান্ত অনুযায়ী নগদ ৫ হাজার টাকা ও পরে রাতে বাকি ২৫ হাজার টাকা পরিশোধ করেন কবির।

তবে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাহাব উদ্দিনের ভাষ্যমতে, অভিযুক্ত কবির ৫ হাজার টাকা নগদ ও বাকি ২৫ হাজার টাকা ১২ মার্চ পরিশোধের সময় নেন।

এ ব্যাপারে অভিযুক্ত কবির আহমেদ জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তবুও জরিমানার ৩০ হাজার টাকা সালিশদার স্থানীয় নুর করিমের কাছে মঙ্গলবার রাতে পরিশোধ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!