দৈনিক ফেনীর সময়

আরাফার দিবসের বিশেষ ফযীলত

আরাফার দিবসের বিশেষ ফযীলত

মুহাম্মাদ সাইফুল ইসলাম বিন মুজা‌দ্দেদী:

যিলহাজ্জ মাসের প্রথম দশকের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ ও মহা ফযীলতপূর্ণ দিবস “ইয়াওমি ‘আরাফাহ” তথা আরাফার দিন। দিবসটির রয়েছে পৃথক ১০-টি বিশেষ বৈশিষ্ট্য বা ফযীলত: যেমন-

♦১. ‘আরাফার দিবসে আল্লাহ তা’আলা তাঁর মনোনীত দ্বীন ও নেয়ামত পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। (সূরা মায়িদা ৩; বুখারী হা/৪৫; মুসলিম হা/৩০১৭)

♦২. ‘আরাফার দিবসে রাসূলুল্লাহ (সা.)- “কুরআন ও হাদীস”কে চূড়ান্ত সংবিধান বা মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি হিসেবে ঘোষণা দিয়েছেন। [মুসলিম হা/১২১৮; আবু দাউদ হা/১৯০৫; মিশকাত হা/২৫৫৫; মুওয়াত্তা মালিক হা/১৫৯৪]

♦৩. মহান আল্লাহ তা’আলা ‘আরাফার দিবসের কসম করেছেন। [তিরমিযী হা/৩৩৩৯; সহীহুল জামে’ হা/৮২০১;আহমাদ হা/১৪৫৫১; ইবনু কাসীর- সূরা ফজর ৩ নং আয়াতের তাফসীর]

♦৪. এই দিনে ‘আরাফার ময়দানের সন্নিকটে না’মান নামক স্থানে আদম (আঃ)-এর মেরুদণ্ড হতে তাঁর সন্তানদের বের করে আল্লাহ তা’আলা মানব জাতি (আদম সন্তানদের) থেকে শপথ নিয়েছেন। [সূরা আ’রাফ ১৭২-১৭৩; আহমাদ হা/২৪৫১; সহীহুল জামে’ হা/১৭০১; মিশকাত হা/১২১]

♦৫. আরাফার দিবসে সর্বাধিক সংখ্যক মানুষকে আল্লাহ তা’আলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। [মুসলিম হা/১৩৪৮; ইবনু মাজাহ হা/৩০১৪]

♦৬. ‘আরাফার দিবসে আল্লাহ তা’আলা তাঁর বান্দাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন। [আহমাদ হা/৮০৩৩; সহীহুল জামে’ হা/১৮৬৮]

♦৭. ‘আরাফার দিবস মুসলমান (হাজীদের) ঈদ। [আবু দাউদ হা/২৪১৯; তিরমিযী হা/৭৭৩; নাসাঈ হা/২০০৪]

♦৮. ‘আরাফার দিবসের দু’আ সবচেয়ে উত্তম দোয়া। [তিরমিযী হা/৩৫৮৫; মিশকাত হা/২৪৯৮]

♦৯. ‘আরাফার দিবসের সিয়াম পূর্বাপর দুই বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। [মুসলিম হা/১১৬২; মিশকাত হা/২০৪৪]

♦১০. ‘আরাফার দিন হজ্জের মূল দিন। হজ্জের মূল কাজ হলো ‘উক্বূফে ‘আরাফাহ’ তথা ‘আরাফায় অবস্থান করা। [সূরা বাক্বারা ২০৩; তিরমিযী হা/২৯৭৫; সহীহ ইবনু হিব্বান হা/৩৮৯২; নাসাঈ হা/ ৩০৪৪; ইবনু মাজাহ হা/৩০১৫] [}- সুতরাং আসুন! মহা ফযীলতপূর্ণ এই দিবসে সিয়াম পালন, অধিকহারে তাওবা-ইস্তেগফার, মাসনূন যিকির-আযকার ও দু’আর মাধ্যমে দিবসটির যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করি। ‘আরাফার দিবসের বিশেষ দু’আ: “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া ‘আলা কুল্লি শায়ইন ক্বাদীর।” অধিকহারে পাঠ করা চেষ্টা করি।

লেখক: খ‌তিব,দা‌রোগা বাড়ী জা‌মে মস‌জিদ,ফেনী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!