দৈনিক ফেনীর সময়

ইয়ুথ জার্নালিস্টস্ ফোরামের ইফতার মাহফিল

ইয়ুথ জার্নালিস্টস্ ফোরামের ইফতার মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি :

রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সোমবার সন্ধ্যায় ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি তানভীর আলাদিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদেরের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনাপর্বে বক্তৃতা করেন- ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সাবেক সভাপতি কাজি রফিক, ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম খান তপু, বিএফইউজের কার্যনির্বাহী সদস্য নূরে জান্নাত আখতার সীমা, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরামের সাধারণ সম্পাদক কাজি গোলাম সালেহউদ্দিন নওফেল, ডিইউজে’র কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির মো. আল মামুন, ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ল্যাব) সভাপতি কাজি ওয়ালী উদ্দিন ফয়সল, সাধারণ সম্পাদক ও সহকারি অ্যাটর্নি শরীফুজ্জামান সংগ্রাম, সুপ্রীম কোর্ট শাখার সাধারণ সম্পাদক মো. শামীম খান, আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক খোন্দকার তারেক রায়হান, স্বপ্নীলের চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপু, জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মকর্তা এসএম নুরুজ্জামান, চিত্রনির্মাতা অনার্য মুর্শীদ ও মাইম শিল্পী নিথর মাহবুব প্রমুখ।
বক্তারা বলেন- যুবকরাই হোক স্মার্ট বাংলাদেশ গড়ার হাতিয়ার। আগামীর নান্দনিক বাংলাদেশ গড়তে সেখানে অবশ্যই দৃষ্টান্তমূলক অবদান রাখবে দেশের যুব সাংবাদিকরা।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালীন নোমানী, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ রহমান, ডিআরইউ কার্যনির্বাহী সদস্য মহসিন বেপারী, রাইজং বিডির চিফ রিপোর্টার হাসান মাহমুদ, ঢাকাস্থ ফেনী সমিতির নেতা কাজি সেলিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক অমিতাভ রহমান, গোলাম সামদানী, আবদুল্লাহ আল মাহমুদ মীম, নারগিস কবির লিন্ডা, ওয়াইজেএফবি’র কোষাধ্যক্ষ হাবিুবর রহমান বাবু, এম. জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম, ওয়াইজেএফবি মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুকবুল হোসেন ও ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক শফিকুল ইসলাম, সংগীত শিল্পী সোহেল রানা প্রমুখ।
এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা অধ্যাপক নুরনবী। মোনাজাতে দেশের সমৃদ্ধি, দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও ওয়াইজেএফবি’র সুহৃদ ব্রক্ষণবাড়িয়া জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হোসাইন আজাদ ও দৈনিক আামার কাগজ সম্পাদক ফজলুল হক রানার বিদেশে চিকিৎসারত স্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!