দৈনিক ফেনীর সময়

কক্সবাজারে ফেনী জেলা প্রাইভেট হাসপাতালএসোসিয়েশনের আনন্দ ভ্রমণ

কক্সবাজারে ফেনী জেলা প্রাইভেট  হাসপাতালএসোসিয়েশনের আনন্দ ভ্রমণ

নিজস্ব প্রতিনিধি :

ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ওর্নাস এসোসিয়েশনের ২০২২ এর আনন্দ ভ্রমণ ২৭, ২৮,২৯ ডিসেম্বর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার অনুষ্ঠিত হয়েছে।

আনন্দ ভ্রমন কমিটির আহবায়ক মো: কামাল উদ্দিন জানান, প্রতি বছরের ন্যায় চলতি বছর জেলা প্রাইভেট হাসপাতাল ডায়গনস্টিক সেন্টার ওর্নাস এসোসিয়েশানের পক্ষ থেকে ফেনী টু কক্সবাজার তিন দিন, দুই রাত আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত আনন্দ ভ্রমণে জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতালের ১৭৬ জন অংশ গ্রহন করছেন। ২৭ ডিসেম্বর রাত ১২ টা ৩০ মিনিটের দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ৫ টি লাক্সারি এসি স্টার লাইন পরিবহনে করে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল সাড়ে ৬ টার দিকে কক্সবাজার রয়েল বিচ রিসোর্ট পৌঁছে। একে একে সকলে রুমে প্রবেশ করেন। রিসোর্ট নিজস্ব রেষ্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে বিকালে সমুদ্র সৈকত, সুগন্ধদা বিচ, লাভনী পয়েন্ট, কলাতলী গিয়ে আনন্দ উপভোগ করেন।


পরদিন সকাল ৯ টা এক সাথে নাস্তা খেয়ে সৈকতে গিয়ে দুভাগে ভাগ হয়ে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২ টায় সৈকতে গোসল করা হয়। নিজ দায়িত্বে সকলে দুপুরের খাওয়া খেয়ে বিকালে, মেরিন ডাইভ সড়ক হিমছড়ি, ইনানী, বর্মিজ মার্কেট, সুগন্ধা বিচ, লাভনী পয়েন্ট, কলাতলী বিচ, ঝাউ বাগান, বানিজ্য মেলা বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্র সহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা হয়। রাত ১০ টা থেকে রিসোর্টের ছাদে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উক্ত অনুষ্ঠানে কক্সবাজার জেলার স্থানীয় শিল্পী, জোনাকী, জনপ্রিয় কন্ঠ শিল্পী মিঠু খাঁন, তালেব মাহমুদ গান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যাফেল ড্রতে ২৫ টি পুরস্কার সহ প্রায় ৩০ টি পুরস্কার দেয়া হয়।

পুরস্কার বিতরন পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা জেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হারুন উর রশীদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি গোলাম মতুর্জা টিপু, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, ফয়সাল ভূইয়া, ফজলুল হক বাবলু, ইলিয়াছ মাহমুদ, শাহ জালাল, আবুল হাসান চৌধুরি অপু, স্বপন, রয়েল বিচ রিসোর্টের ব্যবস্থাপক হীরা প্রমুখ।

এ সময় সকল আনন্দ ভ্রমণকারী পরিবারকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভ্রমণে অংশ নেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন আহবায়ক কামাল উদ্দিন সহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে নাস্তা শেষে সবাই ব্যক্তিগত কেনাকাটা করেন। দুপুর ১ টার দিকে খাওয়ার খেয়ে ফের ৫ টি স্টারলাইন এসি গাড়ীতে ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়ে রাত সাড়ে ১১ টার দিকে ফেনী এসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!