দৈনিক ফেনীর সময়

গ্যাস সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পরশুরামে বিএনপির বিক্ষোভ

গ্যাস সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পরশুরামে  বিএনপির বিক্ষোভ

পরশুরাম প্রতিনিধি :

গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পরশুরামে  সোমবার সকালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। পৌর শহরের স্টেশন রোডে মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আহবায়ক আবদুল হালিম মানিক। এসময় বক্তব্য রাখেন উপজেলা কমিটির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, উপজেলা যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেন সাহাবী, রুকুন উদ্দিন লিটন, পৌর যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান মাসুদ, নুরুল আলম, উপজেলা যুবদল আহবায়ক শামসুল আলম শাকিল, জহিরুল ইসলাম, আবুল খায়ের লিটন, উপজেলা স্বেচছাসেবক দলের আহবায়ক ডা: সফিকুর রহমান, সদস্য সচিব তারেক হোসেন, পৌর যুবদল আহবায়ক মোস্তফা খোকন, যুগ্ম-আহবায়ক মিসফাকুছ সামাদ রনি, নুরুল আবছার চৌধুরী কমল, উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক লোকমান হোসেন শিপন, কাজী জহিরুল কবির জনি, পৌর স্বেচছাসেবক দলের আহ্বায়ক সাইফুল আলম মজুমদার, সদস্য সচিব, আবুল কালাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সামিম ভূইয়া সুমন, রেজা উদ্দিন রুবেল, আবদুল লতিফ সৈকত, পৌর ছাত্রদলের সদস্য সচিব নাজিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান পরিস্থি’তিতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষেরা মান রক্ষার চেয়ে জান রক্ষা অনেক কষ্ট হয়ে দাঁড়িয়েছে। সরকারের ব্যর্থতার কারণে অসাধু ব্যবসায়ীরা প্রতিসপ্তাহ দ্রব্যমূল্য বাড়িয়ে দিচেছ। বিএসটিআই এর অনুমোদন ছাড়া মোড়কের উপর নিজের ইচছা মতো মূল্য লিখে দেয়। প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মানুষের নাগালের বাইরে থাকায় সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!