দৈনিক ফেনীর সময়

জাপান দূতাবাসে কুমিল্লা বিভাগের গণস্বাক্ষর জমা দিলেন এমপি বাহার

জাপান দূতাবাসে কুমিল্লা বিভাগের গণস্বাক্ষর জমা দিলেন এমপি বাহার

অনলাইন ডেক্স :

কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ ঘোষণার জন্য জাপানে বসবাসরত প্রবাসী বাঙালীদের গণস্বাক্ষর সম্বলিত দাবী জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জমা দিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন দাবীর প্রবক্তা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। আজ মঙ্গলবার জাপানের সময় সকাল দশটায় (বাংলাদেশ সময় সকাল সাতটা) ওই গণস্বাক্ষর জমা দেয়া হয়।

জাপানস্থ কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এম্বাসেডর শাহাবুদ্দিন আহমেদের হাতে গণস্বাক্ষর জমা দেয়া হয়। এর আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ জাপানে বসবাসরত প্রবাসী বাঙালীদের গণস্বাক্ষর সংগ্রহ করেন।
এসময় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন শাহ আসিফ রহমান, মিনিস্টার (রাজনৈতিক) শেখ ফরিদ, প্রথম সচিব মো: জয়নাল আবেদীন সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদ নেতা এবং জাপানস্থ বৃহত্তর কুমিল্লা সোসাইটির উপদেষ্টা কাউছার আহমেদ, উপদেষ্টা বদিউল আলম, উপদেষ্টা মোহাম্মদ জোসেফ, কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নেতা মোখলেছুর রহমান, কুমিল্লা সোসাইটির সদস্য কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সদস্য সচিব এম নাছিমুল ইসলাম হেলাল, অপু আহম্মেদ প্রমুখ।

এমপি বাহার জাপানে কর্মরত দূতাবাসের কর্মকর্তাদের সাথে কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই ঘোষণা করার যুক্তিকতা তুলে ধরেন এবং দূতাবাস পরিদর্শন শেষে বঙ্গবন্ধু কর্ণারে রাখা পরিদর্শন বইয়ে অনুভূতি ও স্বাক্ষর প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!