দৈনিক ফেনীর সময়

ঢাবি সিনেটে নিজাম চৌধুরী গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচিত

ঢাবি সিনেটে নিজাম চৌধুরী গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থি প্যানেল থেকে নিজাম চৌধুরী নির্বাচিত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৩টায় ঢাবির সিনেট ভবনে নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদ’-এর প্রার্থীরা পূর্ণ প্যানেলকে নির্বাচিত ঘোষণা করেন।

ঢাবি সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের প্রথম ধাপে ৪, ১১ ও ১৪ মার্চ ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার ঢাকায় ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচিতদের মধ্যে নিজাম চৌধুরী গোবøাড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে।

এছাড়া সর্বোচ্চ ভোট পেয়ে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন ঢাবির ইতিহাস বিভাগের অধ্যাপক আশফাক হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী ও নুজহাত চৌধুরী। এছাড়া নির্বাচিতরা হলেন- অধ্যাপক অসীম কুমার সরকার, এম আর এম মনজুরুল আহসান বুলবুল, এএইচএম এনামুল হক চৌধুরী, এইচ.এম. বদিউজ্জামান, এসএম বাহলুল মজনুন, অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ, মীর্জা মো. আব্দুল বাছেত, মুহাম্মদ শফিক উল্যা, অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, ইকবাল মাহমুদ বাবলু, ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক এম অহিদুজ্জামান, মো. আতাউর রহমান প্রধান, অধ্যাপক মো. আনোয়ার হোসেন, ডা. মো. কামরুল হাসান মিলন, অধ্যাপক মো. নাসিরুদ্দীন মুন্সী, মো. মুরশেদুল কবীর, রঞ্জিত কুমার সাহা, অধ্যাপক শারমিন মূসা, অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!