দৈনিক ফেনীর সময়

‘নাসিম চৌধুরী ফেনীর পরিকল্পিত উন্নয়ন করেছেন, এমপি হলে মন্ত্রীও হবেন’ ছাগলনাইয়ায় আ.জ.ম নাছির

নিজস্ব প্রতিনিধি :

‘নাসিম চৌধুরী ফেনীর পরিকল্পিত উন্নয়ন করেছেন, এমপি হলে মন্ত্রীও হবেন’ ছাগলনাইয়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এমন আশাবাদ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার বিকালে ছাগলনাইয়া পৌর শহরের আজিজিয়া ইসলামিয়া উলুম মাদরাসা প্রাঙ্গনে নৌকার সমর্থনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন।

আ.জ.ম নাছির আরো বলেন, নাসিম চৌধুরীর কাছে পদপদবী বড় কথা নয়, উনি অনেক আগে জনপ্রতিনিধি হতে পারতেন। উনার মত জনপ্রতিনিধি পাওয়া সৌভাগ্যের বিষয়। দেশের সার্থে, নিজের স্বার্থে ৭ জানুয়ারি এলাকার উন্নয়নে নাসিম চৌধুরীকে সুযোগ দিন।

সভায় ফেনী-১ আসনের নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম প্রধান অতিথি ছিলেন।পৌরসভার মেয়র এম. মোস্তফার সভাপতিত্বে ও ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল আলম চৌধুরী সোহেল।

এছাড়া বক্তব্য রাখেন ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আজিজুল হক ইকবাল, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবু মুছা পাটোয়ারী, কলেজ রোড শাখার সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভূঞা তারেক, ব্যবসায়ী জয়নাল আবদীন প্রমুখ।

নাসিম চৌধুরী বলেন, আগে জমিদার, উকিলরা এমপি হতেন। এখন সংসদের ৭০ ভাগ এমপি ব্যবসায়ী। জাতির জনক বাংলাদেশ গড়েছিলেন বলেই বড় বড় ব্যবসায়ী তৈরি হয়েছে। সোনাগাজীতে বঙ্গবন্ধু শিল্পনগরী তৈরির মধ্য দিয়ে কর্মসংস্থানের সুযোগ হয়েছে। তরুন সমাজের চাকরী, ব্যবসা সহ ভবিষ্যত নির্মানের চিন্তা রয়েছে। বিদ্যুত, রাস্তাঘাট সহ সাময়িক অসুবিধাগুলো সমাধান হয়ে যাবে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ ভোগ করবে।পারস্পরিক হানাহানি করে দূর্বিষহ হয়ে উঠুক আমি চাইনা।যদি কখনো ভুল হয় ধরিয়ে দেবেন। দেবতা বানাবেন না, ব্যক্তি পূজা পছন্দ নয়। ভুল ধরিয়ে না দিলে দানবে পরিনত হব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!