দৈনিক ফেনীর সময়

ফেনীতে ডেঙ্গু আক্রান্ত কলেজ ছাত্রীর মৃত্যু

ফেনীতে ডেঙ্গু আক্রান্ত কলেজ ছাত্রীর মৃত্যু

শহর প্রতিনিধি :

ডেঙ্গুর কাছে হেরে গেলেন ফেনীর মেধাবী ছাত্রী মাহদিয়াত রহমান ইলা (১৮)। ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়েছে। ইলা ফেনীর সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের মেয়ে। সে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে ফেনী সরকারী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ফলপ্রার্থী।

ইলার বাবা মিজানুর রহমান বলেন, মেয়েটি এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পাবার সম্ভাবনা রয়েছে। পরীক্ষা শেষে ঢাকার একটি মেডিকেল ভর্তি কোচিং এ কোচিং করছিলো ইলা। ৭ নভেম্বর ইলা জ্বর আক্রান্ত হয়ে ৮ নভেম্বর গ্রামের বাড়ি ফেনীতে চলে আসে। ৯ নভেম্বর তার ডেঙ্গু শনাক্ত হলে ডা: রিয়াজ উদ্দিন চৌধুরী আরাফাতের তত্ত্বাবধানে বাসায় চিকিৎসা চলছিলো। ১০ নভেম্বর রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে ১১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় তাকে ফেনী জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আসিফ ইকবাল বলেন, ইলাকে সকাল সাড়ে ১০টার দিকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!