দৈনিক ফেনীর সময়

ফেনীতে নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মজয়ন্তীতে ‘ঊষা উৎসব’

ফেনীতে নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মজয়ন্তীতে ‘ঊষা উৎসব’

শহর প্রতিনিধি :

‘তোমার সন্মুখে অনন্ত মুক্তি অনিমেষ ছায়াপথ’ এই শ্লোগানকে সামনে রেখে ফেনীতে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৩তম জন্মজয়ন্তীতে ‘ঊষা উৎসব’ শিরোনামে শনিবার দিনব্যাপী নানা আয়োজন করে নাট্যাচার্য সেলিম আল দীন চর্চা কেন্দ্র, ফেনী কমিটি। জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাাদেশ গ্রাম থিয়েটার সভাপতি মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ।

বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার। সেলিম আল দীন চর্চা কেন্দ্রের সভাপতি এডভোকেট রাশেদ মাযহারের সঞ্চালনায় এছাড়া বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো প্রতিনিধি মুক্তিযোদ্ধা আবু তাহের, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ফেনী জেলা সাধারণ সম্পাদক সমর দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন নাট্যাচার্য সেলিম আল দীন চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক রাজীব সারওয়ার।

উৎসবের সাংস্কৃতিক পর্বে নাট্যাচার্যকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ওবায়েদ মজুমদার, কবিতা আবৃত্তি করেন এফ এম রহমান মিলন ও সুরঞ্জিত নাগ। নাটকের একটি অংশে অভিনয় করেন পৃথ্বীরাজ চক্রবর্তী। সেলিম আল দীনকে নিয়ে দীপংকর শীলের লেখা গান পরিবেশন করে রাজীব দাশ বাবলু। এছাড়াও নাটকের দুটি গান পরিবেশিত হয়। একপর্যায়ে ‘ঊষা উৎসব’ নামে একটি প্রকাশনা উন্মোচন করেন অতিথিবৃন্দ।

এর আগে সকালে ৪টি গ্রুপে শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!