দৈনিক ফেনীর সময়

ফেনীতে মাদক মামলায় দুইজনের কারাদন্ড

ফেনীতে মাদক মামলায় দুইজনের কারাদন্ড

সদর প্রতিনিধি :

ফেনীতে একটি মাদকের মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড এবং অপর একজনের ১০ বছর কারাদন্ডের রায় ঘোষণা করেছেন আদালত। এছাড়া যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামিকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০ বছর সাজাপ্রাপ্ত আসামিকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় প্রদান করেন।

আদালত ও মামলার এজাহার সূত্র জানায়, ২০১০ সালের ২১ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় আসামি মো. জবেদ ও মো. রাজিবকে যথাক্রমে ৩০ বোতল ও ২০ বোতল ফেনসিডিলসহ ফেনী থানা পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় ফেনী মডেল থানার তৎকালীন এএসআই মো. নজরুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৩ (খ) ধারায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ফেনী মডেল থানার তৎকালীন এসআই যোবায়দা নাহার দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। দন্ডপ্রাপ্ত জাবেদ কুমিল্লার কোতোয়ালি থানার বাটপাড়া এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে ও রাজিব দাউদকান্দি থানার রায়পুর এলাকার আবুল হোসেনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক জানান, আসামিরা জামিনে ছাড়া পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন। আদালতে আত্মসমর্পণ কিংবা গ্রেফতার হবেন তখন থেকে এ রায় কার্যকর হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!