দৈনিক ফেনীর সময়

ফেনীতে স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফেনীতে স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি :

ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, দাবা একটি জনপ্রিয় খেলা। দিনেদিনে এসব খেলা হারিয়ে যাচ্ছে। এর ফলে সমাজে, অন্যায়-অত্যাচার, মাদক, মৌলবাদের উত্থান ঘটছে। দাবা খেলার মাধ্যমে এসব থেকে নিষ্কৃতি পাবার সুযোগ রয়েছে। দাবা মেধার বিকাশ ঘটায়। হাই স্কুল লেভেলের শিক্ষার্থীরা জেলা পর্যায়ে খেলে মানসিকভাবে শক্তিশালী হয়েছে। তবে খেলার পাশাপাশি লেখাপড়াকেও গুরুত্ব দিতে হবে। লেখাপড়া না থাকলে সমাজে মূল্যহীন। তাই লেখাপড়া চালিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।

সোমবার বিকালে পুলিশ লাইন্সের ড্রিলশেডে স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের তত্ত্বাবধানে জেলা পুলিশের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা।

পুলিশ সুপার জাকির হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সেলিম মাহমুদ উল হাসান, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: বদরুল আলম মোল্লা। দাবা ফেডারেশনের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির আহবায়ক বাহার উদ্দিন বাহার অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মজিবুল হক রিপন, সদস আজম চৌধুরী, তৌহিদুল ইসলাম তুহিন, রিয়াজ উদ্দিন রবিন, নুরুল করিম শিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

‘মার্কস অ্যাক্টিভ স্কুল চেস চ্যাম্পস’ দাবা প্রতিযোগিতায় ফেনী জিএ একাডেমী দল চ্যাম্পিয়ন হয়েছে। ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় যুগ্ম-ভাবে রানার্স আপ হয়। অংশগ্রহণকারী ২০টি স্কুলের মধ্যে সেরা পারফরম্যান্সের জন্য ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের আহসান আহমেদ, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আবরাব হোসেন অমি, ফেনী জিএ একাডেমীর সুরাইয়া আক্তার রিতু, ফেনী সেন্ট্রাল হাই স্কুলের ফাইয়াজ করিম নিহাল, ফেনী মডেল হাই স্কুলের জয় ভৌমিক, আলী আজম হাই স্কুল এন্ড কলেজের জাহিদুল ইসলামকে পুরস্কৃত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!