দৈনিক ফেনীর সময়

ফেনীতে লাইসেন্স ছাড়াই চলছে ৬৬শতাংশ করাতকল-রাজস্ব হারাচ্ছে সরকার

ফেনীতে লাইসেন্স ছাড়াই চলছে ৬৬শতাংশ করাতকল-রাজস্ব হারাচ্ছে সরকার

ইলিয়াছ সুমন:
ফেনী জেলার বিভিন্ন স্থানে সরকারি নিয়ম ও নির্দেশনা তোয়াক্কা না করে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য করাতকল। এ জেলায় লাইসেন্স ছাড়াই বিনা অনুমতিতে চালানো হচ্ছে ৬৬শতাংশ করাতকল। ফলে একদিকে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে অন্যদিকে সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, জেলায় ২৫৬টির মধ্যে ১৭১টি করাতকলের বৈধ কাগজপত্র নেই। লাইসেন্সপ্রাপ্ত করাতকলের সংখ্যা মাত্র ৮৫টি। অপরদিকে লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালিত হচ্ছে ১৭১টি। এরমধ্যে লাইসেন্সের জন্য ১২টির আবেদন জমা রয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, বন আইন ১৯২৭ ও তৎপ্রণীত স’মিল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী কোনো স’মিল মালিক লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারবে না। লাইসেন্স নেওয়ার পর থেকে প্রতিবছর তা নবায়ন করতে হবে। স’মিল স্থাপনের জন্য বন বিভাগের লাইসেন্স পাওয়ার পর নিতে হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, যেখানে-সেখানে স’মিল স্থাপন করা যাবে না। তথ্যমতে, কোন ব্যক্তি বন বিভাগের আইন অমান্য করলে ওই ব্যক্তিকে ২ মাস থেকে সর্বোচ্চ ৩ বছরের সাজা এবং ২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দন্ডে দন্ডিত করতে পারেন সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা।

জেলা বন বিভাগের সূত্রে জানা গেছে, আলিম উদ্দিন রাস্তার মাথায় মিনার টিম্বার, পুলিশ লাইন সংলগ্ন আবুল খায়ের টিম্বার, গোবিন্দপুর হাজির বাজার লালপুল স মিল, হাজির বাজার কালাম স মিল, বালুয়া চৌমুহনী আবুল স মিল, কলঘর মোল্লার তাকিয়া একে স মিল, বালুয়া চৌমুহনী মিজাম স মিল, কাজিরবাগ আতিয়ার স মিল, পাঁচগাছিয়া বাজার রুবেল স মিল, বিরলি বাজার ভাই ভাই স মিল, ফাজিলপুর হানিফ স মিল, ছনুয়া শরীফ স মিল, পাঁচগাছিয়া বাজার আব্দুল মতিন স মিল, বালিগাঁও খন্দকার টিম্বার এন্ড স’ মিল, দাউদ স মিল, আফতাববিবিরহাট হাবিলদার স মিল, জহির স মিল, রামপুর সাজ্জাদ স মিল, ছনুয়া রাসেল স মিল, ফাজিলপুর আক্তার টিম্বার এন্ড স’ মিল, উত্তর ফাজিলপুর কলাতলী ফটিক স মিল, ফাজিলপুর ফটিক স মিল, ফাজিলপুর সুমাইয়া স মিল, ছনুয়া বাজার আফছার স মিল, ফাজিলপুর শরীফ স মিল, মারুফ ফার্নিচার এন্ড স’মিল, কাটা মোবারক ঘোনা হাজারী স মিল, খাইয়ারা বাজার আলম স মিল, ফরাদনগর আব্দুল লতিফ স মিল, হাজির বাজার শাহাবুদ্দিন স মিল, লেমুয়া ইয়াকুব স মিল, কালামিয়ার স মিল, রানিরহাট মালিপুর স মিল, মজিদ মিয়ার বাজার সংলগ্ন রূপালী স মিল, রণীরহাট মালীপুর স মিল, মজিদ মিয়ার বাজার হাসমত স মিল, হাসমত স মিল, কাজীরবাগ রাকি টিম্বার এন্ড স মিল,এস এইচ স মিল, সবুজ স মিল, মোহাম্মদ আলী বাজারব অর্পা অন্নি স মিল, শাপলা স মিল, সবুজ স মিল, সোনাগাজীর সুলতানপুর আবদুল্লাহ স মিল, নাজিরপুর মা স মিল, নুর আলম স মিল, ভৈরব চৌধুরিরহাট নুরুন নবী স মিল, ধান গবেষণা রাস্তারমাথা মানিক স মিল, সওদাগরহাট কাশেম স মিল, জমাদ্দার বাজার সবুজ স মিল, চরসাহাভিকারী ইব্রাহিম স মিল, কাজিরহাট সবুরা স মিল, মঙ্গলকান্দি স্কুল গেইট রায়হানের স মিল, পঞ্চায়েত স মিল, ডাকবাংলা মিয়াধন স মিল, কাশ্মীর বাজার বদর উদ্দিন ভূঞা স মিল, তাকিয়া বাজার হক স মিল, সোনাপুর বাজার দাউদ স মিল, তাকিয়া বাজার আল হেলাল স মিল, সোনাপুর বাজার জাকির হোসেন স মিল, কুঠিরহাট বাজার আলোকিত স মিল, দুলাল স মিল, কাজিরহাট পাল স মিল, চরলক্ষীগঞ্জ মাদরাসা গেট ফারুক স মিল, ডাকবাংলা মিতা স মিল, পালগিরি দারোগারহাট ইকরা স মিল, ছাগলনাইয়া রাধানগর নাছির স মিল, এনায়েত স মিল, কলেজ রোড এনায়েত স মিল, মনির স মিল, সুবেদারী রাস্তার মাথায় হেদায়েত স মিল, মির্জার বাজার মফিজ স মিল, মুহুরীগঞ্জ কোহিনূর স মিল, শাহ নেওয়াজ স মিল, পুরাতন মুহুরিগঞ্জ নবী স মিল, সমিতি বাজার ভূঞা স মিল, হাফিজ স মিল, শিলুয়া কাজী স মিল, আলোকদিয়া তাহের স মিল, বাঁশপাড়া শাহজাহান স মিল, চাঁদগাজী ওসমান স মিল, কালাম স মিল, মোশাররফ স মিল, রৌশন ফকির মোশাররফ স মিল, চাঁদগাজী মোশাররফ স মিল, আজিজুল হক স মিল, মহি উদ্দিন স মিল, ইকবাল স মিল, বত্তারহাট ফরিদ স মিল, মনুরহাট বশর স মিল, জঙ্গলিয়া রফিক স মিল, আনিছ স মিল, ফিরোজ স মিল, শান্তির হাট আহম্মদ স মিল, দারোগারহাট আবুল কালাম স মিল, জানু স মিল, শুভপুর মোশাররফ স মিল, এনাম স মিল, দাগনভূঞা উপজেলায় কৃষ্ণ স মিল, সেতু স মিল, বত্তারহাট হাশেম স মিল, গজারিয়া বাজার আবদু রব স মিল, তাজ স মিল, বৈরাগী বাজার ছালা উদ্দিন স মিল, বাবুল স মিল, রাজাপুর শিপন স মিল, সিন্দরপুর মেসার্স সততা স মিল, চুঙ্গারপুল নিজাম স মিল,সিলেনিয়া বাজার স্বর্ণা টিম্বার এন্ড স মিল, মোল্লাঘাটা বাজার সৈয়দ স মিল,ফাজিলেরঘাট মাসুদ স মিল, বাশার স মিল, রামচন্দ্রপুর হাসেম স মিল, পূর্ব বৈরাগী বাজার হোসেন স মিল, দক্ষিন আলীপুর আবদুল হক স মিল, সানু স মিল, দরবেশের হাট বাজার ভাই ভাই স মিল, দুলাল স মিল, জামশেদ স মিল, তুলাতলী হামিদ স মিল, বৈরাগী হাট হোসেন স মিল, গজারিয়া বাজার কামাল স মিল, সিন্দুরপুর বাজার বাবুল স মিল, দরবেশের হাট সফিক স মিল, জয়লস্কর জামশেদ স মিল, পরশুরাম ধনীকুন্ডা বাজার ছুট্র স মিল, গুথুমা চৌমুহনী শাহীন স মিল, গুথুমা পৌরসভা আলম মাহমুদ স মিল, মজিবর রহমান চৌধুরী স মিম, পরশুরাম কলেজ রোড় হায়দার স মিল, পৌরসভা স্টিল ব্রীজ মমিন স মিল, আবদুল গোফরান স মিল, জসিম মোল্লা স মিল, জসিম স মিল, সুবারবাজার ইব্রাহিম স মিল, ধনীকুন্ডা জসিম স মিল, মিয়া স মিল, শালধর ফরিদ স মিল, সুবার বাজার আবুল হাসেম স মিল, বক্সমাহমুদ দুলাল স মিল, খন্ডল কালি বাজার মালেক স মিল, খন্ডলহাই বাজার দত্ত স মিল, সুবার বাজার মনিপুর সড়ক সুমন স মিল, উপজেলা গেইটের সামনে মিরু স মিল, স্থল বন্দর সড়ক সুমন স মিল, সুবার বাজার কাসেম স মিল, ফুলগাজীর পুরাতন মুন্সিরহাট ইদ্রিস স মিল, ইউছুপ স মিল, নতুন মুন্সিরহাট হারন স মিল, ইউসুফ স মিল, রিপন স মিল, কালিরহাট পাটোয়ারী স মিল এন্ড ফার্ণিচার, আসিক স মিল, ইকবাল স মিল, পুরাতন মুন্সিরহাট আবুল কাশেম স মিল, আমজাদ হাট রহিম উল্যাহ স মিল, জিএমহাট আবদুল লতিফ স মিল, মহি উদ্দিন স মিল, নতুন মুন্সিরহাট নজরুল স মিল, কিল্লা দিঘি আবদুল মজিদ স মিল, ফুলগাজী বাজার জহির স মিল, আমজাদহাট রহিম উল্যাহ স মিল, পুরাতন মুন্সিরহাট বোড় অফিস সংলগ্ন সাইফুল স মিল, ফুলগাজী পাটোয়ারী স মিল, শ্রীপুর রোড় চাঁন মিয়া স মিল, গজারিয়া বাজার আলম স মিল, উপজেলা গেইট হালিম স মিল, আবদুল গফুর স মিল, উত্তর শ্রীপুর হাফেজ স মিল, আমজাদের বাজার আবু স মিল, সহিদ স মিল, আমিনুর রহমান স মিল, কাশেম স মিল, আমজাদহাট জামাল স মিল সহ নামে-বেনামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনুমোদনহীন ১৭১ করাতকল।

সদর উপজেলা বন বিভাগের কর্মকতা বাবুল চন্দ্র ভৌমিক জানান, জেলায় ২০ করাত কলের লাইসেন্স এর জন্য আবেদন জমা রয়েছে ২১টি করাত কল হাইকোর্টে রিট করা আবেদন রয়েছে। অবৈধ ১৭১ করাত কল মালিককে লাইসেন্স সংগ্রহ করতে নোটিশ দেয়া হয়েছে। এবং এদের বিরুদ্ধে জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চলমান রয়েছে।

জেলা করাত কল মালিক সমিতির সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল জানান, জেলায় সবকটি করাতকলের লাইসেন্স নেই। এসব ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও বন বিভাগের বিভিন্ন মিটিংয়ে জানিয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!