দৈনিক ফেনীর সময়

বর্ণিল আয়োজনে বন্ধুর বন্ধন এর রজত জয়ন্তী উৎসব

বর্ণিল আয়োজনে বন্ধুর বন্ধন এর রজত জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি :

ফেনীর অন্যতম সামাজিক সংগঠন বন্ধুর বন্ধন জমকালো আয়োজনে রজত জয়ন্তী উদযাপন করেছে। গতকাল শনিবার বিকালে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে রজত জয়ন্তী উদ্বোধন করা হয়। ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এরপর রাতে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের বর্ণিল সমাপ্তি হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রদীপ্ত খিসা, প্রথম আলো ফেনী প্রতিনিধি আবু তাহের, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী।

বন্ধুর বন্ধনের সভাপতি মো: সাফায়াত উল্লাহর সভাপতিত্বে ও পৃষ্ঠপোষক ইলিয়াছ পাটোয়ারির পরিচালনায় বক্তব্য রাখেন বন্ধুর বন্ধন এর স্বপ্নদ্রষ্টা প্রধান পৃষ্ঠপোষক নাজমুল করিম ভূঁইয়া সুমন। স্বাগত বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক জিএম তাজউদ্দিন পলাশ ও বর্তমান সাধারণ সম্পাদক সাখাওয়াত পারভেজ ভূঞা।

অন্যদের মধ্যে সংগঠক জালাল উদ্দিন বাবলু, কাজী এ কে আজাদ মিলন, সংগঠনের সদর উপজেলা সভাপতি সহযোগি অধ্যাপক রেজাউল হক, সোনাগাজী উপজেলা সভাপতি আলাউদ্দিন খনৃদকার, ফুলগাজী উপজেলা সভাপতি আসলাম উদ্দিন, দাগনভূঞা উপজেলা সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পরশুরাম উপজেলা সম্পাাদক কাজী ইয়াছিন, ফেনী পৌর কমিটির সভাপতি ডা: আমিনুল ইসলাম ভূঁইয়া রাসেল। অনুষ্ঠানে বন্ধুর বন্ধনের সংগঠক, সদস্য, উপদেষ্টা, শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ব্লাড প্রেসার, ডায়াবেটিস পরীক্ষা করা হয়। অনুষ্ঠানে দুইজন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি তুলে দেন প্রধান অতিথি। এছাড়া পিঠা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেয়া হয়।

উদ্যোক্তারা জানান, এক ঝাঁক উদ্যোমী ও তারুণ্যদৃপ্ত যুবকদের প্রতিষ্ঠিত এ সংগঠনটি এখন সামাজিক সংগঠনের মডেল। এই সংগঠনটির কর্মকান্ড ইতিমধ্যে ফেনীর ৬ উপজেলা ছাড়িয়ে রাজধানী ঢাকায়ও কার্যক্রমের প্রসার ঘটেছে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সামাজিক কর্মকান্ডে ব্যাপক ভূমিকা রাখছে। ফেনী জেলা বন্ধুদের উন্নতির পাশাপাশি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সমাজের হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের সেবায় কাজ করে ব্যাপক সুনাম কুঁড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!