দৈনিক ফেনীর সময়

বিজিবি’র শীতবস্ত্র পেল এক হাজার দরিদ্র শীতার্ত মানুষ

নিজস্ব প্রতিনিধি :

বিজিবি’র উদ্যোগে এক হাজার দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ছাগলনাইয়া উপজেলার দারোগার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ৪বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪বিজিবি ফেনী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নাজমুস সাকীব খাঁন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ৪বিজিবি ফেনী ব্যাটালিয়নের সুবেদার মেজর শাখাওয়াত হোসেন ও মধুগ্রাম কোম্পানী কমান্ডার সুবেদার জুলফিকার আহমেদ।

উপস্থিত ছিলেন, সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল, এবিএম নিজাম উদ্দিন, নিজাম উদ্দিন মজুমদার সজিব, শাখাওয়াত হোসেন, সেপাল নাথ, মিতুল চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য মকসুদ আহমেদ মুন্নাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

৪বিজিবি ফেনী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নাজমুস সাকীব খাঁন জানান, ৪বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধীনস্থ ১৭টি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চলমান শৈত্য প্রবাহ এবং শীতকালীন মানবিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে একযোগে এক হাজার জন দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!