দৈনিক ফেনীর সময়

লালপোলে বেদে পল্লীতে সেলাই মেশিন প্রশিক্ষণ উদ্বোধন

লালপোলে বেদে পল্লীতে সেলাই মেশিন প্রশিক্ষণ উদ্বোধন

শহর প্রতিনিধি :

ফেনী শহরতলীর লালপোল বেদে পল্লীর নারীদের সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হযেছে। বৃহস্পতিবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান প্রধান অতিথি ছিলেন। সদর উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

কালিদহ ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, বিসিক ফেনীর এজিএম অরবিন্দ দাস, স্বপ্ন ঘেরা ফাউন্ডেশনের সভাপতি রাখি আক্তার শোভা।

অনুষ্ঠানে অতিথিগণ বলেন, কাউকে পেছনে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলোকে এগিয়ে নিতে হবে। এসব জনগোষ্ঠীর প্রতি সমাজের অন্য জনগোষ্ঠীর মানুষের দৃষ্টিভঙ্গিও বদলাতে হবে। দৃষ্টিভঙ্গি বদলানোর পাশাপাশি পিছিয়ে পড়াদের অধিকার নিশ্চিতে কাজ করতে হবে। তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে হবে। তাদের সমাজের অপরাধ জগতের নানা অনুষঙ্গে যেন তারা জড়িয়ে না পড়ে সেজন্য তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগে সবার সহযোগিতা থাকতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!