দৈনিক ফেনীর সময়

সাইবার নিরাপত্তা আইন সংশোধনের দাবীতে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন

সাইবার নিরাপত্তা আইন সংশোধনের দাবীতে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :

সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবীতে ফেনীতে মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিকরা। শনিবার সকালে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফেনী জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, বাংলাদেশ টুডে প্রতিনিধি কামাল উদ্দিন ভূঞা, স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, আমার সংবাদ প্রতিনিধি এসএম ইউসুফ আলী, সময় টিভির সহযোগি সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, দেশ রূপান্তর প্রতিনিধি শফিউল্যাহ রিপন প্রমুখ।

মানববন্ধনে বক্তাগণ সাংবাদিক সংগঠনগুলোর আপত্তি সত্তে¡ রাষ্ট্রপতির স্বাক্ষর করার আগে জাতীয় সংসদে সদ্য পাস হওয়া সাইবার নিরাপত্তা আইনে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো ধারা থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তারা বলেন, সাইবার নিরাপত্তা আইনের ৪২ ধারায় বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেফতারের ক্ষমতা পুলিশকে দেয়া হয়েছে। এ ধরনের নিবর্তনমূলক ধারা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বাধা ও হুমকি হবে। সমাজের দুর্নীতিবাজ ও অপকর্মকারীরা এই আইনটিকে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, যা সাংবাদিকদের মুক্ত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাধা সৃষ্টি করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!